Tuesday, November 12, 2024
HomeSample Page

Sample Page Title

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): তুর্কিতে হওয়া ভয়াবহ ভুমিকম্পের দুঃস্বপ্ন কাটতে না কাটতেই , ভূমিকম্পে আবারও কেঁপে উঠল ফিলিপিন্স । বৃহস্পতিবার স্থানীয় সময় 2টা নাগাদ কম্পন অনুভূত। গবেষণা থেকে জানা গেছে প্রদেশের প্রধান দ্বীপ মাসবেটের ইউসন পৌরসভার মিয়াগা গ্রামের থেকে ভূমিকম্পের কেন্দ্র ছিল ১১ কিলোমিটার (সাত মাইল) দূরত্বে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.১ ।কিন্তু তেমন কোন ক্ষতির ও হতাহতের খবর পাওয়া যায়নি এখনও। সূত্রে খবর একটানা আফটারশক অনুভূত হওয়ার কারণে বৃহস্পতিবারের জন্য ক্লাস,অফিসও স্থগিত করা হয়েছে।ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর একটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।গত ৬ ফেব্রুয়ারি , রিখটার স্কেলে ৭.৮ মাত্রায় হওয়া ভুমিকম্পে তাসের ঘরের মতো ভেঙে পরে তুর্কি ও সিরিয়ার বাড়ি গুলি। রাস্তাঘাট পরিণত হয় কংক্রিটের স্তুপে। প্রাণ হারায় প্রায় ৩৪ হাজার মানুষ , নিশ্চিহ্ন হয়ে যায় ১০ টি শহর । শুধু শোনা যায় স্বজন হারানোর আর্তনাদ।গোটা বিশ্ব তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে । ত্রাণ হিসেবে দেওয়া হচ্ছে খাবার , বস্ত্র , জল , ওষুধ, পানীয় ইত্যাদি । আমাদের ভারতও তাঁদের সাহায্যের জন্য পাঠিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর(NDRF) দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments