Wednesday, October 16, 2024
Homeখবরপৃথ্বী শ-কে ব্যাট দিয়ে মারধর করে গ্রেফতার নায়িকা! কে এই স্বপ্না গিল

পৃথ্বী শ-কে ব্যাট দিয়ে মারধর করে গ্রেফতার নায়িকা! কে এই স্বপ্না গিল

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): ক্রিকেটার পৃথ্বী শ’কে আক্রমণের অভিযোগে স্বপ্না গিল নামে এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, ওই মহিলা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। তাঁকে মেডিক্যাল চেকআপের জন্য পাঠানো হয়েছে। সেইসঙ্গে আরও সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।
ঠিক কী হয়েছিল বুধের রাতে? পৃথ্বী বন্ধুদের সঙ্গে মুম্বইয়ের এক বিলাসবহুল হোটেলে নৈশভোজের জন্য যান। সেখানেই একদল যুবক তাঁর কাছে গিয়ে সেলফি তোলার আবদার করেন। পৃথ্বী দু’জনের সঙ্গে প্রথমে সেলফিও তুলেছিলেন। কিন্তু কিছুক্ষণ পর আবার ওই যুবকদের দল আবার ফিরে আসে। এবার আরও কয়েকজন সেলফির আবদার করেন। পৃথ্বী তাঁদের জানিয়ে দেন যে, তিনি একান্তে সময় কাটাতে চান। তাঁর পক্ষে বারবার সেলফির আবদার মেটানো সম্ভব নয়। তারপরও ছেলেদের ওই দলটি তাঁকে বিরক্ত করতে থাকে। শেষে বাধ্য হয়ে পৃথ্বীর বন্ধু হোটেল কর্তৃপক্ষকে জানান। হোটেল ম্যানেজার এসে অভিযুক্তদের হোটেল থেকে বের করে দেন। সেই এই রাগের জেরেই পৃথ্বী এবং তাঁর বন্ধুর উপর হামলা চালানো হয়।অভিযোগ, হোটেলের বাইরে বেসবলের ব্যাট নিয়ে অপেক্ষা করছিলেন তাঁরা। পৃথ্বীরা হোটেল থেকে বেরোতেই চড়াও হয় দল। পৃথ্বী সটান বন্ধুর গাড়িতে ঢুকে যান। অভিযুক্তরা সেই গাড়ি ভাঙচুর করেন। বেসবলের ব্যাট দিয়ে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। পৃথ্বী অন্য একটি গাড়িতে করে ফেরার চেষ্টা করলে, সেই গাড়িটিকেও তাড়া করা হয়। এমনকী স্বপ্না গিয়ে পৃথ্বীর কাছে ৫০ হাজার টাকাও দাবি করেন। না দিলে ভুয়ো মামলা করার হুমকিও দেয় সে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments