নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): প্রকাশ্যে এসেছে তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। বিভিন্ন স্থানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনের আগে এই তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। পরীক্ষার আগে এটা যেন ছিল একটা প্রি টেস্ট। নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে বিজেপি নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সক্ষম হয়েছে। মেঘালয় বেশ ভাল ফর্মে ছিল তৃণমূল।লোকসভা নির্বাচন সম্পর্কে নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তৃণমূলে লোকসভা নির্বাচনে কোন জোট হবে না। বর্তমান অবস্থায় সবার মনে প্রশ্ন যে আগামী দিনের প্রধানমন্ত্রীর পদে কে বসতে চলেছেন। এই প্রসঙ্গে জনপ্রিয় দুটি সংবাদ মাধ্যম একটি সমীক্ষা চালিয়েছে।বলেই জানাচ্ছে এই জনতা। আবার দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম উঠে আসছে। দেশের নয় শতাংশ মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন।
সমীক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় কে সাত শতাংশ মানুষ বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। কে হতে পারে আগামী দিনের বিরোধীদল নেতার সেই ব্যাপারেও রাজনৈতিক মহলের শুরু হয়েছে নানান তোর জোর।
২৮ শতাংশ মানুষ এক্ষেত্রে ভোট দিয়েছেন রাহুল গান্ধীকে। কারন অনেকেই বলছেন একমাত্র রাহুল গান্ধীর এই ক্ষমতা রয়েছে যিনি লড়তে পারবেন মোদির সঙ্গে। বিরোধীদল নেতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছেন মাত্র ১৪%।