নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): তৃণমূলের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ীর জীবনাবসান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বার্ধক্য জনিত কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তাছাড়া গতবছরের অক্টোবর মাসের তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।প্রচন্ড সংকটজনক অবস্থায় থাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা কিছুটা স্বাভাবিক হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়, এতদিন তার বাড়িতেই চিকিৎসা চলছিল।
প্রয়াত বিধায়কের স্ত্রী আগেই মারা যান, এদিকে একটি মেয়েকেও হারিয়েছিলেন তিনি ।থাকার মধ্যে এখন তার ছেলে, মেয়ে ও নাতনিকে রেখে গেল।
বাড়ি তরফ থেকে জানানো হয় একটা সময় বাথরুমে পড়ে গিয়েছিল এই বর্ষিয়ান রাজনীতিবিদ, তারপর থেকেই দারুন ভাবে দুর্বল হয়ে পড়ে সে। এমনকি সেখান থেকেই নাকি মাথায় চোট পেয়েছেন বলে জানা যায়।তিনি ছিলেন বিধায়ক হাওড়া শিবপুরের তৃণমূল দলের। কিন্তু ২০২১ সালে তিনি টিকিট পাননি তাই ক্ষোভে রাগে বিজেপিতে যোগদান করেন, কিন্তু সেখানেও একই ছবি দেখতে পান তিনি।