Sunday, September 15, 2024
HomeUncategorizedফের চমক দিতে চলেছেন তারা, এবার সন্তানের জন্ম দেবেন সমকামী দম্পতি

ফের চমক দিতে চলেছেন তারা, এবার সন্তানের জন্ম দেবেন সমকামী দম্পতি

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): সমকামী দম্পতি অমিত শাহ এবং আদিত্য মাদিরাজুহিন্দু মতে বিয়ে করেছিলেন ২০১৯ সালে। আমেরিকার নিউ জার্সিতে ধুমধাম করে হিন্দু মতে বিয়ে করেন যুগল। যা দেখে চোখ কপালে উঠেছিল সমাজের। ফের একই অবস্থা হতে চলেছে পুরনোপন্থীদের।বিয়ের ৩ বছর পর এবার ‘সুখবর’ দিলেন অমিত-আদিত্য। জানালেন, মাস কয়েকের মধ্যে পৃথিবীর আলো দেখতে চলেছে তাঁদের প্রথম সন্তান। এমনকী যুগলের দাবি, দত্তক নয়, সন্তানের ‘বায়োলজিক্যাল পেরেন্ট’ হতে চলেছেন তাঁরা।তাঁদের উদাহরণ হিসেবে দেখিয়ে নিজেদের পরিবারকে বিয়ের ব্যাপারে রাজি করিয়েছেন। সে জন্য অনেকে ধন্যবাদ জানিয়েছেন তাঁদের। অমিত ও আদিত্য জানিয়েছেন, বি’য়ে’র পরেই সন্তানের পরিকল্পনা করেছিলেন তাঁরা।

সেই মতো ডিম্বানু দাতার খোঁজ শুরু করেছিলেন। তা মিলতেই পরবর্তী পদক্ষেপ করেন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর কাঙ্খিত সুখবর পান আদিত্য ও অমিত। ওঁরা জানিয়েছেন, সব ঠিক থাকলে চলতে বছরের মে মাসেই তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments