নিজস্বপ্রতিনিধি(অর্পিতা): শহরে আবারও বান্ডিল বান্ডিল নোটের হদিশ। কলকাতা পুলিশের এসটিএফের অভিযানে উদ্ধার নগদ ১ কোটি টাকা। ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, একটি গাড়িতে করে নগদ টাকা নিয়ে যাওয়া হবে বলে খবর পায় এসটিএফ। এরপরেই বৃহস্পতিবার সন্ধ্যায় চলে তল্লাশি অভিযান, সঙ্গে ছিল লাল বাজারের গুণ্ডা দমন শাখা।গড়িয়াহাট মোড় থেকে ওই গাড়িটিকে আটক করা হয়। ঐ গাড়ি থেকেই এক কোটি টাকা উদ্ধার হয়। বিপুল পরিমাণ এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা এর কাগজপত্র সংক্রান্ত কোনও সদুত্তর মেলেনি। এরপরই গাড়ির চালক, বেলগাছিয়ার বাসিন্দা দুলাল মণ্ডল ও মুকেশ সারাস্বত(বাড়ি রাজস্থানে)-কে আটক করা হয়।
গাড়ি সমেত ধৃতদের নিয়ে আসা হয় গড়িয়াহাট থানায়। সেখানেই মেশিন দিয়ে চলে টাকা গোনার কাজ। পরবর্তীতে তাদের গ্ৰেফতার করা, নিয়ে যাওয়া হয় লালবাজার থানা। এত টাকার উত্স কী? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই টাকা?- ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে বুধবার কলকাতায় তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ইডি। বালিগঞ্জে একটি বেসরকারি নির্মাণ সংস্থার দরফতে প্রায় ১০ ঘন্টা তল্লাশি চালিয়ে এক কোটি ৪০ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে বলে ইদে সূত্রে খবর। পাশাপাশি উদ্ধার হয়েছে একটি ডেক্সটপ। ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে। সেই ঘটনার ২৪ ঘন্টা কাটেনি এরই মধ্যে গড়িয়াহাট থেকে উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা। বালিগঞ্জের টাকার সঙ্গে কী এই টাকার কোনও যোগসূত্র রয়েছে! প্রশ্ন উঠছে।