Thursday, June 19, 2025
Homeকলকাতা"বং স্টাইল আইকন ২০২৫"–এর প্রথম গ্রুমিং ক্লাস অনুষ্ঠিত হলো এবং মুক্তি পেল...

“বং স্টাইল আইকন ২০২৫”–এর প্রথম গ্রুমিং ক্লাস অনুষ্ঠিত হলো এবং মুক্তি পেল বাংলা শর্ট ফিল্ম আলেয়া-র ট্রেলার

নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ,কলকাতা :নতুন শিল্পী তৈরির লক্ষ্যে ‘অভিষেক দত্তের গ্যালাক্সি অফ আর্ট’–এর উদ্যোগে শুরু হয়েছে “বং স্টাইল আইকন ২০২৫ র‍্যাম্প শো”-র প্রস্তুতি। সম্প্রতি কলকাতার ওয়ান বাই টু স্টুডিওতে অনুষ্ঠিত হল এই প্রতিযোগিতার প্রথম গ্রুমিং ক্লাস। একসঙ্গে মুক্তি পেল বাংলা শর্ট ফিল্ম আলেয়া-র ট্রেলার।

নতুন শিল্পীদের জন্য এক অভিনব মঞ্চ

“বাংলার প্রতিটি ঘরে লুকিয়ে আছে শিল্পীরা”—এই বিশ্বাসকে সামনে রেখেই গ্যালাক্সি অফ আর্ট উদ্যোগ নিয়েছে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভাবান ছেলে-মেয়েদের খুঁজে বের করে মডেলিং এবং অভিনয় জগতে প্রতিষ্ঠা দিতে। অভিষেক দত্তের নেতৃত্বে দীর্ঘদিন ধরেই এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থা। এবারের র‍্যাম্প শো-তেও সেই ধারাকে বজায় রেখে শুরু হয়েছে নিয়মিত গ্রুমিং সেশন।

সেলিব্রিটি গ্রুমার সপ্তমী ব্যানার্জির তত্ত্বাবধানে চলছে প্রস্তুতি

প্রথম গ্রুমিং ক্লাসে সেলিব্রিটি গ্রুমার সপ্তমী ব্যানার্জির উপস্থিতি তরুণ-তরুণীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। তিনি জানিয়েছেন, প্রতিটি অংশগ্রহণকারীকে যত্নসহকারে প্রস্তুত করা হচ্ছে যাতে তারা ভবিষ্যতে পেশাগতভাবে এই শিল্প জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

একই অনুষ্ঠানে মুক্তি পেল আলেয়া-র ট্রেলার

এই গ্রুমিং সেশনের দিনই প্রকাশিত হয়েছে “আলেয়া”-র ট্রেলার—একটি রাতের গল্প নিয়ে নির্মিত একটি বাংলা শর্ট ফিল্ম। ছবিটি পরিচালনা করেছেন শুভ মল্লিক এবং দেব রূপঙ্কর। অভিনয়ে রয়েছেন অভিষেক দত্ত, আখি মহাপাত্র, বৈশাখী মল্লিক এবং সুরজিৎ সাহা। মানসিক অবসাদ ও তার পরিণতি নিয়ে সামাজিক বার্তা দেওয়ার লক্ষ্যে নির্মিত এই ছবি খুব শিগগিরই মুক্তি পাবে।

যোগাযোগের ঠিকানা

বাংলার যেকোনো প্রান্ত থেকে যারা মডেলিং কিংবা অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করতে চান, তারা যোগাযোগ করতে পারেন অভিষেক দত্ত ও তার টিমের সাথে এই নম্বরে: ৮৯১০৮৯৬৮৫৯।

এই উদ্যোগে শিল্পী, দর্শক ও সমগ্র বাংলা সংস্কৃতির সমৃদ্ধির পথে এক নতুন অধ্যায় রচনা হবে বলেই আশা করছে সংশ্লিষ্ট সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments