Wednesday, October 16, 2024
HomeUncategorizedবয়সের ভারে ন্যুব্জ! নতুন সিরিজের টিজারে শুভশ্রীকে চেনাই দায়!

বয়সের ভারে ন্যুব্জ! নতুন সিরিজের টিজারে শুভশ্রীকে চেনাই দায়!

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): মনে মোটা ফ্রেমের চশমা, মাথাভরা পাকা চুল আর হাতে রান্নার জাদু। জাতিই ইন্দুবালা হয়ে শ্রীন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (শুভশ্রী গাঙ্গুলী)। দেবালয় ভট্টাচার্য ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরের ফার্স্টলুকে চমকে দিয়েছিলেন। রবিবার প্রকাশে এল টিজার।৭৫ -এর বৃদ্ধার লুকে শুভশ্রীকে আগেই দেখা গিয়েছে । ১ মিনিট ৫৩ সেকেন্ডের টিজারে তা আরও বেশি স্পষ্ট হয়েছে । গলার স্বর থেকে লুক…সবেতেই বাজিমাত করেছেন শুভশ্রী । টিজারের গান ক্ষণিকের জন্য আপনাকেও নস্ট্যালজিক করে দিতে পারে । ইন্দুবালার হাতের জাদু যেমন থাকবে, তেমনই অতীতের টানাপোড়েনের কাহিনি দেখানো হবে । মার্চ মাস থেকে ‘ইন্দুবালা ভাতের হোটেল’দেখা যাবে ‘হইচই-এ । ‘ইন্দুবালার ২৫-৭৫ বয়সে অভিনয় করেছেন শুভশ্রী। এই সিরিজে অভিনেত্রী দুই সন্তানের বিধবা মা। পূর্ববঙ্গ থেকে এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবেন। আর সংসার ও সন্তানপালনের জন্য খুলবেন ভাতের হোটেল। এই মহিলার জীবনসংগ্রামই ফুটে উঠবে ওয়েব সিরিজে। টিজারই বলে দিচ্ছ, ‘এই ইতিহাস দেশ ছাড়ার ইতিহাস, এই ইতিহাস স্বজন হারানোর ইতিহাস, এই ইতিহাস স্বাদের ইতিহাস।’

দেশভাগের পটভূমিকায় লেখা কল্লোড় লাহিড়ীর বিখ্যাত উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’। এই উপন্যাসটিকেই সিরিজ হিসাবে নিয়ে আসা হচ্ছে । আর কেরিয়ারের মধ্যগগনে এমন চরিত্রে অভিনয় করার সাহস দেখালেন শুভশ্রী । উল্লেখ্য, কমার্শিয়াল ছবির পাশাপাশি এখন অন্য ধারার ছবিতেও সমান দক্ষ অভিনেত্রী ।পরিণীতা, হাবজি গাবজি, বৌদি ক্যান্টিন, একের পর এক ছবি আলোচনার কেন্দ্রে । এই সময় ‘ইন্দুবালা ভাতের হোটেল’ তাঁর কেরিয়ারের মাইলস্টোন হতে পারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments