নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): ভারতবর্ষে প্রথমবার পাওয়া গেল লিথিয়ামের হদিশ। জম্বু কাশ্মীর উপত্যকার রিয়াষী জেলায় ৫৯ লক্ষ টন লিথিয়ামের হদিশ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার এই বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ভারতীয় ভূতাত্ত্বিক সংস্থা বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বৈদ্যুতিক গাড়ি এবং মোবাইল ফোনের মতন বিভিন্ন যন্ত্রাংশে ব্যবহার করা হয় লিথিয়াম।অনেকে আবার এই ধাতুকে সোনার সঙ্গে তুলনা করে থাকেন। দিনদিন বৈদ্যুতিক গাড়ি এবং বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহারের পরিমাণ বেড়েই চলেছে। এইসব বৈদ্যুতিক জিনিসের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় লিথিয়াম ধাতু। এই লিথিয়াম বাইরে থেকে আমদানি করতে হয়।কিন্তু এবার ভারতবর্ষেই পাওয়া গেল লিথিয়ামের খোঁজ যার ফলে এক নতুন দিগন্ত খুলে গেল ভারতের বাণিজ্য ক্ষেত্রে। বিশেষ করে ব্যাটারি শিল্পক্ষেত্রে এক দারুন পরিবর্তন আসতে চলেছে এই লিথিয়ামের সন্ধান পাওয়ার ফলে। প্রযুক্তির ক্ষেত্রে উন্নতির জন্য খনিজ সরবরাহের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে ভারতের বিভিন্ন অখ্যাত প্রান্ত থেকে উদ্ধার করা হচ্ছে পেট্রোলিয়াম লিথিয়াম।উপরে জোর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় খনি মন্ত্রক অস্ট্রেলিয়া আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশের সঙ্গে জোট বেঁধে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই খনিজ আহরণ করবার চেষ্টা চালাচ্ছে উত্তরোত্তর।
এরমধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল লিথিয়ামের। আর জম্বু কাশ্মীরে লিথিয়াম খনি আবিষ্কার হওয়ার পরেই স্বাভাবিকভাবেই বিরাট সফলতা অর্জন করল ভারতীয় খনি মন্ত্রক।