নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): বাংলাদেশের ধোয়া মানবের কথা শুনেছেন কি? সম্প্রতি তিনি দারুণ ভাবে ভাইরাল। বয়স তার ৪০ বছর হবে, নাটোরের বাসিন্দা তিনি, পেশায় গরু ব্যবসায়ী। তার মধ্যে সম্প্রতি একটি অবাক করা জিনিস লক্ষ্য করা গেছে। ব্যাক্তির নাম গোলাম রাব্বানী, তার পান খাওয়ার নেশা অনেকদিনের।কিন্তু পান খেলেই নাকি তার মাথা দিয়ে ধোয়া ওঠে। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই। অবাক হওয়ার মতোই কথা। কাচা সুপারী দিয়ে যদি সে পান খায় তাহলেই নাকি তার মাথা দিয়ে ধোয়া ওঠে। এখানেই শেষ নয় সাথে আরও জানা গেছে, শীত কালে এই দৃশ্য দেখা গেলেও গরমকালে দেখা যায় না।আবার সকালে এই ধোঁয়া চোখে পরে না। মানুষ এই দৃশ্য দেখতে দারুণ ভাবে মজা পায়, তার জন্য রাব্বানীর নাকি দিনে ২০-২৫ টি পান খাওয়া হয়ে যায় । এখন তার খবর পাওয়ায় অনেকেই তার বাড়িতে ভিড় জমাচ্ছে , কেবলমাত্র ধোয়া দেখার আশায়।
রাব্বানী এই সম্পর্কে জানায়, তার মাথায় আগে চুল ছিল, কিন্তু ধোয়া ওঠার কারণে ধীরে ধীরে সমস্ত চুল উঠে যায়। প্রথম দিকে একটু চিন্তার মধ্যেই ছিলাম কিন্তু ছেলেরা মাথা থেকে ধোয়া ওঠা দেখে খুবই আনন্দ পায়, আমিও আনন্দ করি ওদের সাথে।