নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ:কালাকুঞ্জ ফাউন্ডেশন, রাজস্থানের কালা শঙ্কুল, সংস্কৃতি ভারতী, আয়োজিত পুরষ্কার অনুষ্ঠানে।আন্তর্জাতিক অনলাইন আর্ট প্রোগ্রাম ‘লিওনার্দো দ্যা ভিঞ্চি’ বছরের সেরা শিল্পী পুরস্কার।২৫শে ডিসেম্বর কালা সংকুলে কলাকুঞ্জ ফাউন্ডেশন আয়োজিত ২০ তম অনলাইন আর্ট ইভেন্ট গ্রেট আর্টিস্ট অ্যানুয়াল অ্যাওয়ার্ড ২০২৪ । নতুন দিল্লির রজনী শর্মা ‘লিওনার্দো দ্যা ভিঞ্চি’ দ্যা গ্রেট আর্টিস্ট অফ দ্যা ইয়ার পুরষ্কার অনুষ্ঠানের আয়োজন করেছিল।দেশের ২৫১ জন শিল্পী অংশগ্রহণ করেছিলেন এবং ফলাফলের পরে, ৬৬ জন শিল্পীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছিল এই সন্ধ্যায় তাদের মধ্যে একজন সমাজসেবী, মডেল, আর্টিস্ট, এক্টর একাধারে বহু গুনসম্পন্ন বাংলার গৌরব পুতুল ধরের হাতে উঠে এসেছে ‘লিওনার্দো দ্যা ভিঞ্চি’ গৌরবের সম্মান। এর আগেও বহু সম্মান পেয়েছেন পুতুল ধর ‘লিওনার্দো দ্যা ভিঞ্চি’ সম্মান পেয়ে আপ্লুত তিনি। এই অনুষ্ঠানে, প্রধান অতিথি নরেশ কুমাওয়াত কর্তৃক ৩৫ টিরও বেশি শিল্পীকে স্মারক ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়েছিল।দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের চমৎকার কাজ এবং শিল্প ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন বিখ্যাত আন্তর্জাতিক ভাস্কর্য শিল্পী নরেশ কুমাওয়াত,অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি নরেশ কুমাওয়াত।এই অনুষ্ঠানে এমপি টিভির শ্যাম কিশোর, আন্তর্জাতিক শিল্পী লক্ষ্মণ কুমার বিজয় পাল (কালার ক্যানভাসের চেয়ারম্যান), মিতু পারিক ,কালাকুঞ্জের প্রতিষ্ঠাতা রজনী শর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন ।