Tuesday, February 18, 2025
Homeখবরবাংলার সবচেয়ে বড়ো শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট রুপালি কাপ ২০২৫ সিজন...

বাংলার সবচেয়ে বড়ো শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট রুপালি কাপ ২০২৫ সিজন ৪

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :শীতের মরশুম মানেই বিভিন্ন উৎসব একদিকে যেমন মেলা, অন্যদিকে খেলাধূলা, নানান প্রতিযোগিতা।দমদম সাতরাগাছি স্পোর্টস কমপ্লেক্স মাঠে ১৭ ই জানুয়ারি থেকে শুরু হলো বাংলার সবচেয়ে বড়ো শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট রুপালি কাপ ২০২৫ সিজন ৪।প্রতি বছরের মত এই বছরও দক্ষিণ দমদম পৌরসভার ২৪নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি কমল মন্ডলের উদ্যোগে তিনদিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের শুরু হলো।

১৭ ই জানুয়ারি থেকে ১৯ই জানুয়ারি খেলা চলবে।তিন দিন ব্যাপী ক্রিকেট ম্যাচ চলবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬ টা দল ৮ টা ম্যাচে খেলবে এবং ১৯ই জানুয়ারি সেমি ফাইনাল এবং ফাইনাল খেলা হবে।
১ম দিনে গ্রুপ ‘এ’ খেলবে কিষানগঞ্জ ৯ ষ্টার (বিহার) এর সাথে N. B এন্টারপ্রাইস (নাক্সালবাড়ি), এবং ভারতী কলোনি মন্দির সেবা সমিতি(নাগেরবাজার) এর সাথে M.K.E (পিকনিক গার্ডেন) খেলার প্রতিযোগিতা হয়েছে ।মা তারা মেডিকেল (টালিগঞ্জ) এর সাথে S এন্টারপ্রাইস (বেহালা)।
এবং B.S.K (শিলিগুড়ি) এর সাথে TRI শক্তি (ডায়মন্ড হাড়বার) প্রতিযোগিত হয়েছে।

দ্বিতীয় দিনে গ্রুপ ‘বি’ খেলবে K.G.F (গড়িয়া) এর সাথে সৃজন পল্লী উন্নয়ন এবং সমিতি (যাদবপুর)। জয়গুরু কনস্ট্রাকশন (আসানসোল)এর সাথে কুমারডুবি ওমেন্স ক্রিকেট ক্লাব (ঝাড়খন্ড) এর সাথে সমিতি এন্টারপ্রাইজ (দুর্গাচক) এর সাথে পল্লব ৯ ষ্টার (কন্টাই) প্রতিযোগিতা হবে।
ব্লু বয়জ (লেক গার্ডেন) এর সাথে চান্দবিলা শিবাজী সংঘ( ঝাড়গ্রাম) এর সাথে প্রতিযোগিতা হবে। এই খেলাতে যারা বিজয়ী দল হবে তাদেরকে আকর্ষণীয় পুরুস্কার দেওয়া হবে,এছাড়াও ক্রিকেট দল এবং খেলোয়ারদের জন্য রয়েছে বিভিন্ন পুরুস্কার।

এদিন উপস্থিত ছিলেন বিধাননগর মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী, অভিনেত্রী দর্শনা বণিক, দক্ষিণ দমদম পৌরসভার সকল পৌরপ্রতিনিধিগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
সভাপতি ও আহ্বায়ক :দক্ষিণ দমদম ২৪নং ওয়ার্ডের পৌরপ্রধান কমল মন্ডল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments