Tuesday, October 15, 2024
Homeরাজনৈতিকবাজারে মাছ বিক্রি করছেন কি কেষ্ট? সেই ভাইরাল ছবির আসল গল্প কি?

বাজারে মাছ বিক্রি করছেন কি কেষ্ট? সেই ভাইরাল ছবির আসল গল্প কি?

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): সম্প্রতি নেটদুনীয়ায় ভাইরাল হয়েছে বীরভূমের অনুব্রত মণ্ডল – এর মত দেখতে এক মৎস্য ব্যাবসায়ীর ছবি। সেই ছবি দেখে অনেকে চমকে গিয়েছেন। রাজনীতিতে আসার আগে বাজারে মাছই বিক্রি করতেন বীরভূমের কেষ্ট। ফলে অনেকে সেটি অনুব্রত ভেবে ভুল করেন।ছবিতে দেখা যাচ্ছে বাজারে মাছকাটার বঁটির উপর বসে আছেন তিনি।
চারপাশে ছড়িয়ে রয়েছে জ্যান্ত ও কাটা মাছের অবশিষ্টাংশ। তার পরনে চেক লুঙ্গি, গেরুয়া রঙের ফতুয়া। ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন বেজার মুখ করে। গোঁফ,চুলের কাট, চেহারা এমনকি চাহনিটাও একই রকম। ঘটনাটি হুগলির শেওড়াফুলির মাছবাজারের। সেখানে মাছ বাজারে রোজই তিনি মাছ বিক্রি করতে আসেন।
জানা গিয়েছে ওই মৎস্য ব্যবসায়ীর নাম সুকুমার হালদার। গত ৩০ বছর ধরে তিনি মাছ বিক্রির ব্যাবসায় সাথে যুক্ত রয়েছেন। তার বাসস্থান শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট এলাকায় একটি ভাড়াবাড়িতে।
অনুব্রতর সঙ্গে তাঁর চেহারার মিলের কথা জিজ্ঞেস করলে তিনি কিছুটা ক্ষুব্ধ হয়ে বললেন, ‘‘অনেক ক্রেতারাই আমাকে বলেন, সুকুমার’দা, তোমাকেতো একেবারে অনুব্রতর মতো দেখতে। এক দিন কেউ আমার ছবি আমার অজান্তেই পাশ থেকে তুলে নিয়ে গিয়ে ভাইরাল করে দিয়েছে। কে এইকাজ করেছে তা আমি জানি না।’’
প্রসঙ্গত,গরুপাচার (মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল । তারপর থেকেই তিনি রয়েছেন শ্রীঘরে।
গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর,বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আগামী ১০ মার্চ পর্যন্ত তাঁকে ইডির হেফাজতে রাখতে নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক রাকেশ কুমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments