Tuesday, October 15, 2024
Homeবিদেশবাজেটে ২০০ কোটি অর্থসাহায্য আফগানিস্তানকে, স্বাগত জানাল তালিবান

বাজেটে ২০০ কোটি অর্থসাহায্য আফগানিস্তানকে, স্বাগত জানাল তালিবান

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার)গত বুধবার পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট । সেই বাজেট ‘জনমোহিনী’ নাকি বাস্তবভিত্তিক, এই নিয়ে তর্ক চলছে। এর মধ্যেই এই বাজেট নিয়ে নিজেদের সন্তোষ জানাল তালিবান! জানিয়ে দিল, যেভাবে ভারতের বাজেটে আফগানিস্তানের জন্য ২০০ কোটি টাকা অর্থসাহায্যের কথা বলা হয়েছে, তাতে দুই দেশের বন্ধন আগামিদিনে আরও দৃঢ় হবে।

বুধবার ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় আফগানিস্তানের উন্নয়নের জন্য ২০০ কোটি টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। আফগানিস্তানের শাসন ক্ষমতায় তালিবান সরকার আসার পরেই এটা দ্বিতীয় বছর যখন ভারতের তরফে এই দেশের উন্নয়নের জন্য অর্থ সাহায্য করা হচ্ছে।

তালিবানের আলোচনাকারী দলের প্রাক্তন সদস্য সোহেল শাহিন ভারতের এই বাজেটকে স্বাগত জানিয়েছেন। এপ্রসঙ্গে তিনি বলেন, “আফগানিস্তানের উন্নয়নের জন্য ভারতের সাহায্যকে সমর্থন জানাচ্ছি। এটা দুই সম্পর্ক ও বিশ্বাসের জায়গাটিকে দৃঢ় করবে।”

আফগানিস্তানের ৩৪টি প্রদেশেই কোনও না কোনও পরিকাঠামো নির্মাণ করেছে ভারত। এখনও হাতে রয়েছে বেশ কিছু প্রকল্প। কিন্তু স্বাভাবিক ভাবেই দেশটি তালিবানের দখলে চলে যাওয়ার পর থেকেই সেই সব প্রকল্প আর সম্পূর্ণ করা যায়নি। কিন্তু তালিবান সম্প্রতি জানিয়ে দিয়েছে, ভারত আফগানিস্তানে তাদের অসমাপ্ত অন্তত যে ২০টি প্রকল্প রয়েছে তা সম্পূর্ণ করার কাজ শুরু করতে পারে। এদিনও সেই প্রসঙ্গ শোনা গিয়েছে তালিবানের মুখে। তারা জানিয়েছে, ভারত যদি এবার সেই অসমাপ্ত নির্মাণকাজ শুরু করে তাহলে বন্ধন আরও মজবুত হবে দুই দেশের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments