নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): আজ ১ লা ফেব্রুয়ারী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আজকের এই পূর্ণাঙ্গ বাজেট পেশ দারুণ ভাবে তাতপর্যপূর্ণ বলেই মনে করছে একাংশ। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার।শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত কিছুতেই নতুন চমক রয়েছে। তবে দেশের নাগরিকদের পরিচয় পত্র নিয়েও কথা বলেছেন অর্থমন্ত্রী। ডিজিটাল ক্ষেত্রে প্যান কার্ডই হবে ব্যাক্তির মূল পরিচয়।
তিনি এই নিয়ে স্পষ্ট বলেছেন, নাগরিকদের কেওয়াইসি পদ্ধতিকে আরও বেশী সহজ সরল করার কথা পরিকল্পনা করা হয়েছে।এ আই পদ্ধতি অর্থাৎ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে দেশের স্বাস্থ্য ব্যবস্থারের ক্ষেত্রেও উন্নতিসাধন ঘটানো হবে।
সমস্ত কিছু আজ ডিজিটালের দিকেই অগ্রসর হচ্ছে। আর সেই কারণেই মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে সেইদিকেই। তাই শিশুদের জন্য এবার ডিজিটাল লাইব্রেরী তৈরীর ঘোষণা করলেন অর্থমন্ত্রী।