Sunday, November 3, 2024
HomeUncategorizedবাড়ির লাইট রাত ৯.৩৫-টায় বন্ধ হয়ে যাবে!

বাড়ির লাইট রাত ৯.৩৫-টায় বন্ধ হয়ে যাবে!

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): বর্তমান যুগের প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে নানান রকম প্রতারণার শিকার হচ্ছে মানুষ। বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে নানান রকম প্রতারণার জাল বিস্তার করা হয়। কখনো এটিএম নাম্বার চেয়ে প্রতারণা আবার কখনো নানান রকম ভুয়ো ফোন কল। এমনই একটি নতুন প্রতারণার ফাঁদ বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার টোপ।ঠিকই ধরেছেন কল আসবে বিদ্যুৎ দরকার থেকে জানানো হবে বাড়িতে লাইট বন্ধ হয়ে যাবে রাত ৯:৩৫ র পর। কিংবা ফোনে আসতে পারে উরো মেসেজ। সেখানেও জানানো হবে বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে ৯:৩৫ য়। মেসেজে জানানো হবে বিদ্যুৎ বিল জমা না দেওয়ার জন্য আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে আজ রাত এই সময়ের মধ্যে।বাড়ির বিদ্যুৎ বিল জমা করে আসুন অবিলম্বে। আসলে এটি হলো এক ধরনের প্রতারণা। প্রতারকরা এই ধরনের ভুয়া মেসেজ বা ফোন কলের মাধ্যমে বিভ্রান্ত করে থাকেন। সাইবার প্রতারকরা এভাবেই মানুষকে নকল বার্তা দিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করার প্রচেষ্টায় থাকেন।ইদানিং এই ধরনের বার্তা পাচ্ছেন অনেকেই। হয়তো দেখা গেছে নির্ধারিত সময়ে বিল মিটিয়ে দিয়েছেন তারপরেও এমন মেসেজ। তবে শুধু ফোনের মেসেজেই নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এই ধরনের উরো মেসেজ আসতে পারে।

অনেকে আবার ওই নম্বরে ফোন করলেই বিপত্তি। মুহুর্মুহু টাকা গায়েব হয়ে যাচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। তাই সাবধান বিদ্যুৎ দপ্তরে তরফ থেকেও গ্রাহকদের সাবধানতা জারি করবার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments