Sunday, September 15, 2024
Homeখবরবাম আমলের দূর্নীতি প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, ঐসময় জ্যোতি বসু বড় দুর্নীতি...

বাম আমলের দূর্নীতি প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, ঐসময় জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন, দলের স্বার্থে বাবাও তা করেছেন

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): চাকরি দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে ফের বাবা কমল গুহকে টেনে আনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি তিনি বলেন, ‘জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন।’ শনিবার কোচবিহার জেলার দিনহাটা ২ ব্লকের নয়ারহাটে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
তিনি বলেন, ‘কমল গুহ কখনও টাকা নিয়ে চাকরি দেননি। কিন্তু যদি যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া দুর্নীতি হয়, তাহলে কমল গুহও দুর্নীতি করেছেন। এটা বলতে তো আমার কোন লজ্জা নেই, কেন ঢাকতে যাব! মন্ত্রী বলেন, এমন অনেক লোক আছেন, যারা থার্ড ডিভিশনে পাশ করেছেন বাবা তাদের চাকরি দিয়েছেন।
ফার্স্ট ও সেকেন্ড ডিভিশন চাকরি পাননি, থার্ড ডিভিশন কিভাবে চাকরি পেল! সেটা তো একটা দুর্নীতি। দলের স্বার্থে করেছেন। দলের কমরেডকে, কমরেডের বৌ-কে চাকরি দেওয়ার জন্য করেছেন।’
তিনি বলেন, ‘জ্যোতি বসু দুর্নীতি করেননি? জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন। একটা সময় যখন বাংলায় মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ার জন্য ছাত্র ভর্তি হত, আসন কম ছিল। ইঞ্জিনিয়ারিং কলেজ, যখন আসন কম ছিল, জয়েন্ট এন্ট্রান্সে হাড্ডাহাড্ডি লড়াই হত, ফার্স্ট ডিভিশনের মেধাবী ছাত্র-ছাত্রীরা অনেকে ভালোভাবে উচ্চমাধ্যমিক পাশ করেও জয়েন্টে পাস করতে না পারার জন্য ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়তে পারতেন না।’ ‘সেই দিনে মুখ্যমন্ত্রী কোটা ছিল; দশটা ডাক্তারিতে, দশটা ইঞ্জিনিয়ারিংয়ে। ফার্স্ট ডিভিশনে পাশ করেও, জয়েন্টে পাস করেও যারা ডাক্তারিতে চান্স পায়নি, তাদের বঞ্চিত করে সিপিএমের নেতা মানিক দত্তের ছেলে সেকেন্ড ডিভিশনে পাশ করে আজকে ডাক্তার হয়েছে। জ্যোতি বাবুর কোটায়। জ্যোতি বাবু দুর্নীতি করেন নি আপনি! এটাও তো দুর্নীতি’, খোঁচা উদয়নের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments