Sunday, September 15, 2024
Homeরাজনৈতিকবাম নেতা শতরুপ শাসকদলকে চ‍্যালেঞ্জ ছুড়ে বললেন 'নওশাদকে বের করে আনবই''

বাম নেতা শতরুপ শাসকদলকে চ‍্যালেঞ্জ ছুড়ে বললেন ‘নওশাদকে বের করে আনবই”

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): নওশাদকে তো আমরা বার করে আনবই কিন্তু ওদের ক্ষমতা হবে না পার্থ-অনুব্রতকে বার করে আনার’, শাসক দলকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাম নেতা শতরূপ ঘোষ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার আমডাঙার তারাবেড়িয়া পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে বাম, ডিওয়াইএফআই আইএসএফ-এর পথসভায় আসেন শতরূপ, সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।
সেইসঙ্গেই তাঁর বিস্ফোরক মন্তব্য, ‘আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, এবার তৃণমূলের ইচ্ছা- কীভাবে ভোট হবে।’
নওশাদ সিদ্দীকী জেল হেফাজতে, এই নিয়ে প্রশ্ন করতেই শতরুপ ঘোষ বলেন, “কত বড় ক্রিমিনালরা এখন পশ্চিমবাংলা চালাচ্ছে তা এর থেকে বোঝা যাচ্ছে। ক্রিমিনালরা যেখানে নবান্নে বসে আছে, একজন নির্বাচিত-জনপ্রিয় বিধায়ককে এরকমভাবে জেলে বসিয়ে রাখা হয়েছে পুলিশের ক্ষমতার জোড়ে।’ শাসক দলকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এক মাঘে শীত পালায় না, প্রতিটার জবাব পাবে ওরা।’ নওশাদ’কে তো আমরা বার করে আনবই, কিন্তু ওদের ক্ষমতা হবে না পার্থ-অনুব্রতকে বার করে আনার।’
বিধায়ক নওশাদের মত শতরূপেরও অভিযোগ, চক্রান্ত করে তাঁকে আটকে রাখা হয়েছে। তিনি বলেন, ‘মিছিল করতে গিয়েছিল, আরাবুল-কাইজার বাহিনী ওর গাড়ি ভেঙে দিয়েছে। ও রাস্তায় দাঁড়িয়ে অবরোধ-প্রতিবাদ করেছে সেটা ওর অন্যায় হয়েছে। ওর উচিত্‍ ছিল চুপচাপ মাথা নিচু করে চলে আসা, তাহলে ওর মতো ভালো ছেলে আর হতো না।’
এর পাশাপাশি এদিন সভামঞ্চ থেকেও তিনি অভিযোগ করেন, নওশাদ সিদ্দীকিকে ভয়-প্রলোভন দেখিয়ে তৃণমূল দলে টানার চেষ্টা করেও যখন ব্যর্থ হয়, তখন তাঁর সঙ্গে এই আচরণ করা হচ্ছে। বাম নেতা বলেন, “সত্যিকারের বিরোধী একজন বিধায়ককে গত দু’বছর ধরে চেষ্টা করেছে হুমকি দিয়ে, লোভ দিয়ে; ‘আমাদের দলে আসো, তোমাকে মন্ত্রী করে দেব, আমাদের সঙ্গে আসবে না তোমার এই করব, ওই করব’, এরপরেও কিনতে পারেনি, আজকে তাকে জেলে ভরে রেখেছে।’
শতরূপের চ্যালেঞ্জ, “নওশাদকে বের করে এনে আমরা এই আমডাঙায় মিটিং করাব। কিন্তু তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার ক্ষমতা থাকলে অনুব্রত মণ্ডলকে বার করে এনে এখানে দাঁড় করাক। বার করতে পারবে না, বার করতে দেব না আমরা। এক মাঘে শীত পালায় না।”
সেইসঙ্গেই ভাঙরে ১৪৪ ধারা জারি নিয়ে তাঁর কটাক্ষ, ‘ওদের ক্ষমতা আছে ওরা জারি করেছে। যখন জনগণের হাতে ক্ষমতা আসবে, তখন পশ্চিমবাংলায় খালি তৃণমূলের জন্য ১৪৪ ধারা জারি থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments