নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ :রিচা ইন্টেরিয়র ৬২/১৬ বালিগঞ্জ সার্কুলার রোড সার্কাস এভিনিউ ভাড়াটিয়া হিসাবে সিংঘালিয়া পরিবার কয়েক মাস ধরে বসবাস করছে ।দীর্যদিন থেকে তারা এখানে থাকা শুরু করেন,শুরু থেকেই তাদের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে।ফ্ল্যাটের অন্য বাসিন্দারা তাদেরকে নানান ভাবে হেনস্থা করছে। সিঁড়ির বিভিন্ন তলায় এবং ফ্ল্যাটের ছাদে গ্যাস সিলিন্ডার সহ অগ্নিসংযোগকারী দাহ্য পদার্থ ছড়িয়ে রেখেছে এছাড়াও মেন গেটে তালা দিতে বাধা সৃষ্টি করছেন । যার ফলে কিছুদিন আগেই কিছু অজানা ব্যক্তি বিনা অনুমতিতে তাদের ফ্ল্যাটে ঢুকে আসেন। এই ঘটনা যে আবার হবে না নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এমতাবস্থায় স্বাভাবিকভাবে তারা তাদের পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন কিন্তু তাতে কোন সুরাহা হয়নি।পরবর্তীকালে তাঁরা সিপিডিয়ার ইন্ডিয়া হিউম্যান রাইটস কে জানান ,সমস্ত বিষয়টি জানতে তাদের সাথে সরাসরি এসে কথা বলেন এবং পদক্ষেপ নেন সিপিডিয়ার ইন্ডিয়া হিউম্যান রাইটস অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ ও সিপিডিয়ার ইন্ডিয়া হিউম্যান রাইটস মহিলা সেলের ভাইস প্রেসিডেন্ট গীতাঞ্জলি মুখার্জি ছুটে আসে।পরিবারের পাশে থাকেন এবং তারা সরাসরি সমগ্র বিষয় নিয়ে বালিগঞ্জ থানার সাথে আলোচনা করেন। পুলিশ
আশ্বস্ত করেন যে তারা খুব শীঘ্রই এই বিষয়টা নিষ্পত্তি করবেন এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবেন।
সিংঘালিয়া পরিবারে সদস্য পায়েল ইনি অভিযোগ করেন গত আট মাস যাবত তাঁদের ফ্ল্যাটে বসবাসরত এক বাসিন্দা এতোটাই সমস্যা করছে যে তারা রীতিমত ভয়ে আতঙ্ককিতো। তিনি বলেন ফ্ল্যাটের নীচে মেইন গেটে তালা লাগতে দেয় না রাত দশটা, এগারোটা পর্যন্ত খোলা থাকে শুধু তাই নয় ছাদের ওপর বেশ কয়েকটি ভর্তি গ্যাস সিলিন্ডার রেখে দিয়েছে, যেকোনো সময় বিপদ আসতে পারে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।এই ফ্ল্যাটের দ্বিতীয় তলার বাসিন্দা এসব করছেন। তাঁদের কে কিছু বলতে গেলে রীতিমতো চিৎকার চেঁচামেচি ঝগড়া করে এবং মেয়ে ঘটিত কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। তিনি আরও বলেন আমি পুলিশ কে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি।পরবর্তী সময় সিপিডিয়ার ইন্ডিয়া হিউম্যান রাইটস কে জানাই, তারা আসেন এবং একটি আলোচনা করতে চাইলেও তাঁদের কথাও শোনেনি।