নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): গত কয়েকমাস থেকেই চরম অর্থনৈতিক সংকটে ধুঁকছে পাকিস্তান। সরকারি ভর্তুকি দেওয়া আটা-ময়দা কিনতে দীর্ঘ লাইন পড়ছে।নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হূ হূ করে বাড়ছে পাকিস্তানে।মুরগির মাংসের দাম বেড়ে প্রতি কেজিতে হয়েছে ৭০০-৭৮০ টাকা। ১০০০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বোনলেস মাংস। চাল, ডাল,শাকসবজির দাম আকাশ ছোঁয়া। দুধের দাম দাঁড়িয়েছে লিটার পিছু ২১০-২২০ টাকা।এই অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে প্রাণ প্রণ চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। দেশের বৈদেশিক মুদ্রা বাঁচাতে বেশ কিছুদিন দেশজুড়ে ইলেক্ট্রিসিটি বন্ধ রেখেছিল পাকিস্তান।
এবার এক নতুন উদ্যোগ নিয়েছে তারা। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ওয়াশিংটনের একটি বিল্ডিং পাকিস্তানের প্রতিরক্ষার একটি স্তম্ভ ছিল।এটি ছিল পাকিস্তানের দূতাবাসের একটি বিভাগ।
সূত্রে খবর এবার এই বিল্ডিংটি বিক্রি করে নিজেদের খরচ কমাতে চাইছে পাকিস্তান। উপরি পাওনা হিসেবে কিছু বৈদেশিক মুদ্রাও পেয়ে যাবে তারা।এক ভারতীয় রিয়াল এস্টেট এজেন্ট সেই বিল্ডিংটি কিনতে চেয়ে দাম হাঁকিয়েছেন ৫ মিলিয়ন মার্কিন ডলার।