নিজস্ব প্রতিনিধি(রজত রায়): একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে নারদ মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল আজ অর্থাৎ মঙ্গলবার। কিন্তু এদিন আদালতে কিছুটা দেরিতে পৌঁছান দুই তৃণমূল নেতা ফিরহাদ হাকিম এবং মদন মিত্র। ততক্ষণে এজলাসে ঢুকে গিয়েছিলেন বিচারক। আর সেই কারণেই মদন মিত্র ও ফিরহাদ হাকিমকে কড়া ভাষায় ভর্ৎসনা করলেন ইডি বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা।
ধমকের শুরুতে তিনি বলেন, ‘ আপনারা কি ভিআইপি হয়ে গিয়েছেন? আপনাদের জন্য কি আমাকে বসে থাকতে হবে? বিচারকের ধমক খাওয়ার পর এদিন আদালত থেকে বেরিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র জানান, তাঁর যাত্রাপথে এসএসকেএম হাসপাতালের কাছে রাস্তায় যানজট ছিল। তাই তাঁকে অন্য পথ ধরে আসতে হয়েছে। সেই কারণেই দেরি হয়েছে এবং নিজের দেরিতে আসার জন্য তিনি যে লজ্জিত, সেই কথাও জানান মদন মিত্র। যদিও এই বিষয়ে ফিরহাদ হাকিম আর কিছু বলতে চাননি।