বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলে শৃঙ্খলা রাখতে সোমবার নতুন কমিটি গড়ে দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় বিধায়কদের শৃঙ্খলায় বাঁধতে গঠিত পাঁচ সদস্যের এই কমিটির চেয়ারম্যান করা হল শোভনদেব চট্টোপাধ্যায়কে। সদস্য হিসেবে থাকছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস এবং বীরবাহা হাঁসদা। সূত্রের খবর, মূলত তৃণমূল বিধায়কদের দলবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণেই এই সিদ্ধান্ত।
একদিকে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ডেবরার তৃণমূল বিধায়ক, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। সম্প্রতি দুই হুমায়ুনের দলবিরোধী নানা মন্তব্যে বারবার অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। শনিবার ভরতপুরের বিধায়ককে শোকজ করে সাতদিনের মধ্যে জবাব দিতেও বলা হয় তৃণমূলের তরফে। এর আগে বৃহস্পতিবার নাম না করেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কড়া বার্তা দেন সুপ্রিমো নিজে। “গুন্ডামি” দল বরদাস্ত করবে না বলেও জানান। সূত্রের খবর, বিধানসভার বাদল অধিবেশন মিটলেও ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে নেমে আসতে পারে দলের শাস্তির খাঁড়া। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে “হিংসা”র অভিযোগে ডেবরার বিধায়ক আরেক হুমায়ুন কবীরের বেলাগাম মন্তব্য দলের অস্বস্তি বাড়িয়েছে কয়েকগুণ। সব মিলিয়ে তাই এই দুই হুমায়ুনকে রুখতেই মমতার এই নয়া কমিটি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।