Wednesday, October 16, 2024
HomeUncategorizedবিবেকানন্দের নবরূপ আজকের নরেন্দ্র মোদি’, বিতর্কিত মন্তব্য করে বিপাকে সৌমিত্র

বিবেকানন্দের নবরূপ আজকের নরেন্দ্র মোদি’, বিতর্কিত মন্তব্য করে বিপাকে সৌমিত্র

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা দেবী বা রানি রাসমণির সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছেন একাধিক তৃণমূল নেতা। এবার সেই তালিকায় নাম লেখালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। স্বামী বিবেকানন্দের জন্মদিনে স্বামীজির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করলেন তিনি।বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুরের মাড়ুইবাজারে স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন সৌমিত্র খান। এর পর তিনি বলেন, ‘স্বামীজি আমাদের কাছে ভগবানতুল্য। উনি যুব সমাজের নয়নের মণি। নরেন্দ্র মোদীও যে ভাবে মাতৃবিয়োগের পরে দেশের সেবায় নিজেকে নিযুক্ত করে রেখেছেন তাতে আমার মনে হয় আধুনিক ভারতে স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদী হিসাবে জন্মগ্রহণ করেছেন।’

এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। দলের এক মুখাপাত্র বলেন, ‘যারা নরেন্দ্র মোদীর মধ্যে স্বামীজিকে দেখতে পান তাদের মস্তিষ্ক মানব সভ্যতার বিরলসম্পদ। এই মস্তিষ্ক নিয়ে গবেষণা হওয়া উচিত।’

এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘স্বামীজি সবার কাছে প্রণম্য। আমাদের প্রধানমন্ত্রী তাঁকে অনুসরণ করেন। নিরলস মানবসেবায় ব্রতী থাকেন।’

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, দলের শীর্ষনেতৃত্বের সঙ্গে মহাপুরুষদের তুলনা চেনে প্রচারে আসার কৌশল ভারতে নতুন নয়। পশ্চিমবঙ্গে এই চল নতুন হলেও অন্যান্য রাজ্যে বিভিন্ন সময় এই প্রবণতা দেখা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments