Sunday, September 15, 2024
Homeখবরবিশেষ শিশুদের পাশে থাকলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস।

বিশেষ শিশুদের পাশে থাকলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস।


নিজস্ব সংবাদদাতা সম্পা :বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সূর্যপুর রামকৃষ্ণ মিশনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের অন্যতম কর্ণধার রাজীব সেন মহাশয় এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিরাট মানবিক কর্মকাণ্ড।৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস, এই প্রতিবন্ধী দিবস বিশেষ শিশুদের পাশে থাকলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস।সূর্যপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে ১০০ জন অন্ধ এবং বধির প্রতিবন্ধী মেয়েরা অধ্যায়ন করেন।রাজীব সেনের উদ্যোগে মেয়েদের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় এবং তাঁদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।তিনি আরও বলেন আগামী দিনে ওরা যাতে প্রতিনিয়ত স্যানিটারি ন্যাপকিন পায় তার ব্যবস্থাও তিনি করবেন। এছাড়া ও তিনি অসহায় মেয়েদের শীতবস্ত্র দেওয়ার ব্যবস্থাও করবেন বলে জানান।’International Human Rights’ পাবলিক ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ড, পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক রাজীব সেন এর ভূয়সী প্রসংশা করেন মঠ মিশনের অধ্যক্ষ সহ এলাকার সকলে।
তিনি আরো বলেন স্বর্গীয় জহরলাল সেন আমার পিতা। মাত্র ৪৬ বছর বয়সে সেলিব্রাল অ্যাটাক করে ১৯৯৮ সালে আমাদের ছেড়ে পরলোকে গমন করেন। আমার মা অপর্ণা সেন,ওনার কষ্টার্জিত টাকা মানুষের কাজে লাগিয়ে এই ট্রাস্ট গঠন হয় । আমি এই ট্রাস্টের একজন কর্মী মাত্র। মানুষের সেবায়, মানুষের পাশে সর্বদা আমরা থাকার চেষ্টা করি।আমার সংবিধান, আমার অধিকার রক্ষার দায়িত্বে,আন্তর্দেশীয় মানবাধিকার কমিশনকে পাশে নিয়ে দুস্থ, দরিদ্র শিশু কন্যা, কিশোরী,বৃদ্ধ পিতা-মাতা রক্ষার দায়িত্বে আমাদের এই সহযোগিতা ছিল,আছে, আগামী দিনও থাকবে। যাদের কেউ নেই,আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। শিক্ষা- তথ্যপ্রযুক্তি- কর্মসংস্থান।
JAEVM EDUCATION & WELFARE TRUST- GOVT. REG NO – 1903-2017/190301553
হেল্পলাইন নাম্বার 9830173607
Govt. Reg No- 1903-2017/190301553
Youth Computer Centre South Khardha
Tally Institute of Learning South Khardah
Ihrc West Bengal

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments