নিজস্ব প্রতিনিধি(সতীশকুমার): বিশ্বের সমস্ত বড় বড় সংস্থার মাথা এখন ভারতীয়, বলা যেতে পারে একপ্রকার বিশ্ব চালাচ্ছে ভারতীয়রাই। গুগুলের সিইও সুন্দর পিচাই, এবার গগুলেরই ইউটিউব এর সিইও হতে চলেছে ভারতীয় বংশোদ্ভুত নীল মোহন। কারণ এবার সিইও পদে থেকে সড়ে দাঁড়ালেন সুজান ওজসিসকি।
গুগল , মাইক্রোসফট এর পর এবার বিশ্বের প্রথম সারির সংস্থা গুলোর মধ্যে এবার ইঊটিউবের সিইও পদেও ভারতীয়। ইউটিউব এর চিফ প্রোডাক্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন,তিনিই এবার সিইও পদে আসীন হতে চলেছে। ভারতের জন্য সত্যি এটা খুব গর্বের বিষয়। অবশ্য এই কথা এখনো জানানো হয়নি youtube এর পক্ষ থেকে।
ঠিক একই ভাবেই সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কাজ করার পর ২০১৪ সালে ইউটিউবের সিইও হয়েছিলেন সুজান। ৫৪ বছর বয়সী সুজান একটি ব্লগ পোস্টে বলেন, আসলে আমি পরিবার, স্বাস্হ্য ও নিজের কাজের ওপর জোড় দেব আমি।যা নিয়ে আমি অনেকটাই উৎসাহ।
সুজন গত ২৫ বছর থেকে অ্যালফাবেট এর সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা সবাই জানি অ্যালফাবেট একটি পেরেন্ট কোম্পানি তার অন্তর্গত এই গুগুল, ইউটিউব সহ আরও বিভিন্ন কিছু। তার সাথে সুজান ২৫ বছর যুক্ত ছিল। তবে তিনি এই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রত্যেক ইউটিউব কর্মীদের একটি মেইল পাঠিয়েছেন।
তিনি লিখেছেন এখানে প্রায় ২৫ বছর কাজ করার পর ইউটিউবের সিইও পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এটাই সড়ে দাঁড়ানোর সঠিক সময়।