নিজস্ব প্রতিনিধি(রজত রায়): বীরভূমের অবিসংবাদী নেতা বলা হয় তৃণমূলের অনুব্রত মণ্ডলকে । কিন্তু সেই বীরভূম বর্তমানে অনুব্রতহীন। গরু পাচারের মামলায় অনুব্রত মণ্ডলকে এবার রাজ্য থেকে নিয়ে যাওয়া হয়েছে রাজধানীতে। এই অবস্থায় বীরভূমের দায়িত্ব নিজে গ্রহণ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এই কথা নেত্রী নিজেই জানিয়েছেন। কিন্তু তার মধ্যেই এবার চমকপ্রদ আর্জি জানালেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র । এদিন মদন মিত্র দলের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন, তাঁকে যেন বীরভূমের দায়িত্ব দেওয়া হয়।
তৃণমূল বিধায়ক মদন মিত্র এদিন বলেন, “মুঘল সাম্রাজ্যের যেমন একদিনে পতন হয়নি, রোম যেমন একদিনে তৈরি হয়নি, তেমন অনুব্রতর তৈরী করা গড়ও ক্ষতিগ্রস্থ হবে না। একটা তিহাড় দিয়ে তাকে বদলানো যাবে না। রাঙামাটি শক্তই থাকবে।” একই সাথে তিনি আরও বলেন, “একটা অনুব্রত জেলে গেলেও হাজারটা মদন মিত্র, দেবাংশু ভট্টাচার্য তৈরি আছে। আমায় দায়িত্ব দিন না, এক মাস থেকে ভোট করিয়ে দেখিয়ে দেব।” মদন মিত্র নিজের সাথে দেবাংশু ভট্টাচার্যের নামের উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে দেবাংশুর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে দলের কাছে মদন মিত্র এই আবেদন রাখলেও দল এখনও এ ব্যাপারে কোন মন্তব্যই করেনি। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।