নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :১৯শে আগস্ট গ্যালারি গোল্ড-এ বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম’-এর পরিচালনায় অনুষ্ঠিত হলো ফোটোগ্রাফি এক্সিবিশন এন্ড এক্সপো।ফোটোগ্রাফি এক্সিবিশন এন্ড এক্সপো ১৯শে আগস্ট থেকে শুরু হয়েছে চলেছে ২১শে আগস্ট পর্যন্ত। ‘বেঙ্গল ফটোগ্রাফি ফোরামের ৫ম তম প্রতিষ্ঠা দিবস এবং তৃতীয় চিত্র প্রদর্শনীতে কম্পিটিশনের আয়োজন করা হয়েছিলো।ফোরামের প্রত্যেক সদস্য তাদের তোলা ছবি এক্সিবিশনে দিয়েছিলেন, বিভাগ অনুযায়ী বিচারকদের বিচারে ১ম, ২য়, ৩য় বিজয়ী ঘোষণা করে তাদেরকে পুরস্কৃত করা হয়।
এই প্রদর্শনীতে বিভিন্ন কোম্পানি এবং ব্যবসায়ীরাও অংশগ্রহণ করে যাতে ফটোগ্রাফি শিল্পের সাথে যুক্ত মানুষেরা উপকার পায়।প্রদর্শনীতে সকলের জন্য উন্মুক্ত ছিলো ফ্রি পরিষেবা যেমন ক্যামেরা ও লেন্সের ফ্রি সার্ভিসিং এর ব্যবস্থা ছিলো।পুরনো ক্যামেরার লেন্স অথবা অন্যান্য জিনিস ক্রয় বিক্রয়ের ব্যবস্থাও ছিলো।
দ্বিতীয় দিনে ছিলেন প্রখ্যাত ক্যানন মেন্টর সুতনু দাসের তত্ত্বাবধানে বিশেষ কর্মশালা। শেষ দিনে ছিল বিচারকদের উপস্থিতিতে প্রতিযোগিতার পুরস্কার প্রদানের দিন।।৩ দিন ব্যাপি এক্সিবিশন এন্ড এক্সপোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপ বিশ্বাস,বিধায়ক দেবাশীষ কুমার, মধু সরকার, সুব্রত বসাক, দেবলীনা কুমার, মল্লার ঘোষ, ডক্টর সুকুমার দে সহ অনেক বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
ফোরামের পঞ্চম প্রতিষ্ঠা দিবস এবং তৃতীয় চিত্র প্রদর্শনীতে প্রচুর চিত্রগ্রাহক এবং ফোটোগ্রাফির সাথে যুক্ত মানুষদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো এবং তাঁরা জানান বেঙ্গল ফটোগ্রাফি ফোরাম অত্যন্ত স্বচ্ছ এবং নিষ্ঠার সাথে ফটোগ্রাফি শিল্পের সাথে যুক্ত সমস্ত মানুষদের একসাথে যুক্ত করে।এই ফোরাম বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে এবং তাঁরা আরো জানান তারা অনেকেই ফোরাম থেকে উপকৃত, তার জন্য তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করার সাথে সাথে ভবিষ্যতেও এরকম উদ্যোগের সাথে তাঁরা অংশগ্রহণ করোবেন জানিয়েছেন।
ফোরামের সভাপতি শ্রী সনাতন সেন বলেন, বর্তমান পরিচালনা কমিটির অক্লান্ত পরিশ্রমের ফলেই আজ এই সাফল্য। আগামী দিনে ফোরামের আরো অনেক বিস্তৃত পরিকল্পনা আছে, যাতে সকল সদস্য আরো অনেক সুযোগ-সুবিধা পেতে পারে এবং নিজেদের শিল্পকে উন্নত করতে পারে। যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে চান তারা যোগাযোগ করতে পারেন-যুগ্ম সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত’র সাথে 919830260127