Sunday, September 15, 2024
Homeখবরবেতন বন্ধ হয়ে গেল অনুব্রত কন্যা সুকন্যার

বেতন বন্ধ হয়ে গেল অনুব্রত কন্যা সুকন্যার

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): টেট দুর্নীতিতে মামলায় নাম জড়িয়েছিল কেষ্ট -কন্যার। অনেকের মতে টেট পাস না করেই সুকন্যা মণ্ডল বোলপুরের কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়ে গিয়েছিলেন।
অভিযোগ এই যে বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরত্ব হওয়া সত্বেও তিনি একদিনও বিদ্যালয়ে ডিউটি করেননি। তিনি কালিকাপুর প্রাইমারি বিদ্যালয়ের চাকরিতে যোগদান করেছিলেন সুকন্যা।
এবার বেতনও বন্ধ হয়ে গেলো অনুব্রত কন্যার।গত জানুয়ারি মাস থেকেই তাকে বেতন দেওয়া হচ্ছে না। শারীরিক অসুস্থতার কারণে গত বছরের আগস্ট মাস থেকে ছুটি নিয়েছেন।
ছুটি শেষ হয়ে গেলেও এখনও তিনি কাজে যোগদান করেননি।কারণ জানতে চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ তাকে চিঠি করলেও কোনো উত্তর মেলেনি।ফলে সরকারি নিয়ম মেনেই সুকন্যার বেতন বন্ধ করে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments