নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): পুজোয় আসতে পরীক্ষা প্রোডাকশনের নতুন ছবি ‘রক্তবীজ’। আর সেই ছবি শ্যুটিংয়েই বোলপুরে পাসওয়ার্ড করেছেন মিমি চক্রবর্তী (মিমি চক্রবর্তী) ও আবীর চট্টোপাধ্যায় (আবীর চট্টোপাধ্যায়)। সোনাঝুরি জঙ্গলে প্রখর রোদের মধ্যেই শ্যুটিং করতে দেখা গেল মিমি ও আবিরকে। মিমিকে এদিন দেখা গেল কালো টি-শার্ট ও সাদা জগার্সে। নীল আবির পরে ছিলেন নীল টি-শার্ট ও কালো প্যান্ট।
খাগড়াগড় বিস্ফোরের অনুশীলন প্রেক্ষাপটে এই ফটো তৈরি করা বেশ লম্বা। মি ‘বিজবীজ’- দেবাশ্চর্য্যমিমি – আবিরপাক্তা ভিক্টর বন্দ্যোধ্যায় (ভিক্টর ব্যানার্জী), অনুসূয়া মজুমদারের (অনুশুয়া মজুমদার), কাঞ্চন মল্লিক (কাঞ্চন মল্লিক), সত্যম ভট্টাচার্য (সত্যম ভট্টাচার্য), অম্বরীশ ভট্টাচার্য (ভট্টাচার্য) দেবাশীষ মন্ডল)।
শান্তিনিকেতনে শ্যুয়ে মিমি ও আবিরিং করতে বিরতি করতে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ওঞ্চন মল্লিক। সপ্তাহে গতিও শ্যুটিং হয়ে প্রকাশে। ঠিকঠাক থাকলে এই ছবি পুজোর সময় মুক্তির কথা। থ্রিলার ঘরানার এই জুটি হিসাবে দেখা যাবে আবির ও মিমিকে। এর আগে পছন্দের কাজ করেছেন এই দুই তারকা। তবে জুটি হিসেবে বড়পর্দায় দেখায়।
এই ছবির হাত ধরেই ভিক্টরের সঙ্গে প্রথম কাজ করবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সোশ্যাল মিডিয়ায় ভিক্টর ও অনুসূয়ার সঙ্গে ছবি শেয়ার করে শিবপ্রসাদ খবর দিয়েছেন ‘নতুন কাজ’-এর। ছবির মুখ্য চরিত্রে মিমি ও আবির থাকলেও, সমান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই দুই বয়োজ্যেষ্ঠ তারকাকে। এছাড়াও, দেবাশীষ ও সত্যমও প্রথম কাজ করছেন উইন্ডোজ-এর সঙ্গে।