Sunday, September 15, 2024
Homeদেশব্রেকিং: ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো ট্যাক্স দিতে হবে না

ব্রেকিং: ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো ট্যাক্স দিতে হবে না

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): সরকারি চাকরি জীবীদের জন্য এক বড় ঘোষণা করলেন আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এটি একটি বড় ঘোষনা , যার দিকেই তাকিয়ে ছিল সমস্ত সরকারি চাকুরিজীবী। বেশ কয়েক বছর ধরেই চাকরিজীবীদের দাবি পূরণ করা হচ্ছিল না।

তাহলে এবার কি সম্ভব সেই দাবি রাখা? এই প্রশ্ন সবার মুখে মুখেই ঘুরে বেড়াচ্ছিল। মধ্যবিত্তদের কাছে সবথেকে আকর্ষণীয় বিষয় হল আয়করের হার কমানো হল কিনা, আয়করের স্ল্যাব পরিবর্তন হয়েছে কিনা?

বাজেট পেশের আগের থেকেই একটি গুঞ্জন শোনা যাচ্ছিল হয়ত এবার আয়কর হার কমানো হতে পারে। এবার বুধবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই নিয়েই এক বড় ঘোষণা করলেন।সেখানে তিনি জানালেন, ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। আর মধ্যবিত্তের জন্য এটাই এক বড় পাওনা।

কারণ মধ্যবিত্তের হাতে যা আসে তা যদি কর দিতেই চলে যায় তাহলে হাতে আর কি থাকে। তাই এই দাবি অনেক আগের থেকেই ছিল। তবে এবার সেই আশা পূরন হল বলে অনেকে মনে করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments