নিজস্ব প্রতিনিধি সম্পা ঘোষ:৫ই জানুয়ারি পুতুল ধর নিজের জন্মদিন পালন করছেন কলকাতা ব্লাইন্ড স্কুলের বাচ্চাদের সাথে। এখানে চোখে দেখতে পায়না এমন ১১৪ জন ছাত্র-ছাত্রী থাকে এবং হোস্টেলে থাকে ৮০জন। তাঁরা আবদার করেছে বিরিয়ানি খাবে, সেই আবদার রেখেছেন পুতুল ধর । তিনি বলেন,প্রতিবছরই এই বিশেষ দিনটা কাটান ভগবানের স্পেশাল সন্তানদের সাথে, ওরা চোখে দেখতে পায়না ওদের কাছে এলে মন ভরে যায় , সারাবছর চেষ্টা করি ওদের পাশে থাকার।সকল বাচ্চারা খুশি তাদের প্রিয় দিদি তাদের আবদার রেখেছেন তাদের সাথে কেক কেটেছেন বিরিয়ানি এবং কিছু উপহার দিয়েছেন বাচ্চাদের।
পুতুল ধর মানেই আমরা জানি সদা হাস্যময়ী, ধনাত্মক চিন্তাধারার আধার একজন শক্তি ।কখনো আমরা লক্ষ্য করি নিজের জন্মদিন পালন করছেন ব্লাইন্ড স্কুলের বাচ্চাদের নিয়ে আবার কখনো আই-গ্ল্যামের মতো মঞ্চে ঝলসে উঠছে তাঁর প্রতিভা। বিউটি পেজেন্টই হোক কিংবা খাদ্য দপ্তরের কোন গুরুত্বপূর্ণ কাজ,ফ্যাশন গ্যালারিতে র্যাম্প ওয়াকই হোক কিংবা রবি যাপনের কোন অনুষ্ঠান অনবদ্য বিদুষী নারী।অদ্বিতীয়া এবছরের প্রায় শেষলগ্নে পুতুল ধরের হাতে উঠে এসছেন বাংলার গৌরবোজ্জ্বল দিন ‘লিওনার্দো দ্যা ভিঞ্চি’ গৌরবের সম্মানে সম্মানিত হয়েছে। সারাবছর বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন এবং ভবিষ্যৎ আরো মানুষের পাশে থাকাবেন তিনি।