নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার বেষ্টনী ভেঙে ঢুকে পড়লেন এক যুবক। কর্নাটকের হুবলিতে রোড শোয়ের সময় নিরাপত্তার বেষ্টনী টপকে আচমকাই এক ব্যক্তি ফুলের মালা নিয়ে তাঁর খুব কাছে চলে আসেন। তাঁকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেন প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা।জাতীয় শান্তিপূর্ণভাবে হুবলি করতে গিয়েছিলেন। তিনি প্রশ্নে জানতে চাইলেন তিনি। গাড়ি পাদানিতে। সাধারণ দু’পাশে ছিলেন সাধারণ মানুষ। দায়িত্বর পাশ দিয়ে ছুটছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তখন বলয় নিরাপত্তা টপকে মোদীরকে কাছে যেতে যেতে। তাঁকে মালা দিতে যান। দেওয়া হাতে মালাটি নিয়ে এক রক্ষীকে দেন।এই কারণে পরেই গোপনর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কর্তৃপক্ষ নিরাপত্তার দায়িত্বে থাকে স্পেশাল প্রোট ক্রিট প্ল্যাট (এসপিজি)। কনভের বহির্বলয়ে নিরাপত্তার দায়িত্বে থাকে রাষ্ট্র পুলিশ। সেই সমস্ত বলয় কী ভাবে বোঝায়, তা নিয়ে প্রশ্ন তোলেন৷ যদিও হুবলির পুলিশ কমিশনার দাবি করেছেন, নিয়ন্ত্রণ নিরাপত্তার মতো গাফিলতি হয়নি।
হুবলি- হুবলি- ডিমনধারক ডিসি (অপরাধ দমনধারক) গোপাল ব্যাকর নিরাপত্তার বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয় লঙ্ঘিত হয়নি। তার রোডশোয়ের সময় এক জন তাঁকে মালা পরানোর চেষ্টা করেন। আমরা আলোচনার বিষয়ে তথ্য জোড় করার চেষ্টা করছি।’নিয়ন্ত্রক নিরাপত্তার দায়িত্বে স্পেশাল প্রোট্যাক্ট গ্রুপ)- (এসপির একটি সমন্বয়), যেখান দিয়ে দেখতে দেখতে হবে, সেখানে ঘেগরাও ছিল নিরাপত্তারক্ষীরা। গোটা এলাকায় কড়া নজরদারি ছিল। এএন এসপিজির বলেছে, ”এটা আইকে একটি লঙ্ঘন নয়।