Sunday, November 3, 2024
Homeপ্রযুক্তিভারতীয় সেনার হাতে এবার Jetpack Suit, জল থেকে স্থল সব জায়গায় চালানো...

ভারতীয় সেনার হাতে এবার Jetpack Suit, জল থেকে স্থল সব জায়গায় চালানো যাবে নজরদারি

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): ভারতীয় সেনা কে এবার শীঘ্রই জেটপ্যাক স্যুটে উড়তে দেখা যাবে। এই স্যুট পরে জওয়ানরা জেট প্লেনের মতো হাওয়ায় উড়তে পারবে। এর সুবিধা অনেক। তবে এই স্যুট নিয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা ফাস্টট্র্যাক প্রকিওরমেন্টের অধীনে ৪৮টি জেটপ্যাক স্যুট কিনতে চায়।এর শর্ত হল জেটপ্যাকের ওজন ৪০ কেজির কম হতে হবে। কিন্তু এটি তার ওজনের দ্বিগুণ অর্থাৎ ৮০ কেজি ওজনের মানুষের সঙ্গেই উড়তে পারবে। অন্তত আট মিনিট উড়তে পারা যাবে এই স্যুটে। এছাড়াও, জেটপ্যাক প্রস্তুতকারক সংস্থাকে খেয়াল রাখতে হবে ৬০ শতাংশ স্বদেশের হতে হবে।বাজারে এই স্যুটের দাম তিন থেকে চার কোটি টাকা বলে জানা গেছে। কিন্তু সেনাবাহিনী এই জেটপ্যাক স্যুট কী দামে কিনবে তা প্রকাশ করা হয়নি। স্যুটটি গ্যাস বা তরল জ্বালানীতে চলে। এটিতে মূলত একটি টারবাইন ইঞ্জিন রয়েছে।এর নিয়ন্ত্রণ শুধু হাতে।

এটি পরে, সেনারা ১০ থেকে ১৫ মিটার উচ্চতা পর্যন্ত বাতাসে উড়তে পারে। জেটপ্যাক স্যুটের মাধ্যমে সীমান্ত পর্যবেক্ষণ, পাহাড়-জঙ্গলে নজরদারি চালানো সহজ হবে।

এটি দুই হাতে নিয়ন্ত্রণ করতে হয়। উড়তে গিয়ে কোনওভাবেই আক্রমণ করতে করা যাবে না, কারণ, দুই হাতই ব্যবহার হবে। স্যুটটি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে উড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments