Sunday, July 20, 2025
Homeখবরভারতের ইতিহাসে প্রথমবার – বিচারপতি রাধা বিনোদ পালের নামে রাস্তার নামকরণ।

ভারতের ইতিহাসে প্রথমবার – বিচারপতি রাধা বিনোদ পালের নামে রাস্তার নামকরণ।

আজ দুপুর ১২টায় আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৩৮তম BOC সভায় একটি ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়েছে।
বিশ্বশান্তির অন্যতম প্রতীক ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ন্যায়বিচারবিষয়ক বিশিষ্ট ব্যক্তিত্ব বিচারপতি লেট রাধা বিনোদ পাল-এর নামে রাস্তার নামকরণের প্রস্তাব উত্থাপন করেন Dr. Debasish Sarkar, মাননীয় কাউন্সিলর ও পৌর পরিষদের সদস্য।

প্রস্তাবটিকে সমর্থন করেন –
* জনাব ওয়াসিমুল হক, ডেপুটি মেয়র, AMC
* মাননীয় গুরুদাস চ্যাটার্জী, MMIC (Sports & Culture)
এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, এটাই ভারতের মধ্যে প্রথম উদ্যোগ, যেখানে আন্তর্জাতিক মহলে ন্যায়বিচার ও বিশ্বশান্তির প্রতীক বিচারপতি রাধা বিনোদ পালের নামে রাস্তা নামাঙ্কন করা হল।

এই উদ্যোগকে নেতৃত্ব দিয়ে Dr. Debasish Sarkar আসানসোল শহরকে ইতিহাসের পাতায় নতুনভাবে স্থাপন করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments