Sunday, September 15, 2024
Homeখবরভালো সিভিক ভলান্টিয়াররা স্থায়ী চাকরি পাবেন পুলিশে, তিনটি শর্ত রাখলেন মুখ্যমন্ত্রী

ভালো সিভিক ভলান্টিয়াররা স্থায়ী চাকরি পাবেন পুলিশে, তিনটি শর্ত রাখলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): সিভিক ভলান্টিয়ারদের কাজ হলো পুলিশ এর নির্দেশে, পুলিশের সহযোগী হিসেবে স্থানীয় এলাকায় কাজ করা । এইগুলোর মধ্যে বিশেষ ভাবে যে কাজগুলো করতে হয় -যানবাহন নিয়ন্ত্রণ ও বিভিন্ন মেলা ও অনুষ্টানের ভিড় কে নিয়ন্ত্রণ করা যাতে কোন গন্ডগোল না ঘটে । এদের সাধারণত প্রতিদিন ডিউটি করতে হয় না । কাজ অনুযায়ী তারা মাসিক পারিশ্রমিক পেয়ে থাকেন ।এবার সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর নিয়ে আসতে চলেছে নবান্ন।সূত্রে খবর,কোনও সিভিক ভলান্টিয়ার যদি ভাল কাজ করেন তাহলে তিনি পেয়ে যেতে পারেন স্থায়ী চাকরি।রাজ্য সরকারের এই নতুন পরিকল্পনার কথা ছড়িয়ে পড়তেই খুশির মেজাজে রয়েছেন সিভিক ভলান্টিয়াররা।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব দিয়েছেন । কবে থেকে এই নিয়োগ চালু হবে, কারা সুযোগ পাবে সে ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রাজ্যের বিভিন্ন থানায় পদোন্নতির কারণে অসংখ্য কনস্টেবল পদ খালি রয়েছে।সেখানে দক্ষ সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করলে অনেক সুবিধা হবে থানার কাজে।

প্রধানত ৩টি শর্তের কথা বলা হয়েছে পদোন্নতির জন্য।

১. কাজের ক্ষেত্রে যোগ্য ও দক্ষ সিভিকরাই সুযোগ পাবে।

২. যে থানায় কনস্টেবল পদ খালি রয়েছে,সেই থানার অধিনস্ত ভলেন্টিয়াররাই সুযোগ পাবে।

৩. ঊর্ধ্বতন কর্তৃপক্ষর(জেলার পুলিশ সুপার) সুপারিশ প্রয়োজন পদোন্নতির জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments