Tuesday, October 15, 2024
Homeরাজ্যভাল কাজে পুলিশে স্থায়ী চাকরি, তিন শর্তে নিয়োগের ভাবনা মুখ্যমন্ত্রীর

ভাল কাজে পুলিশে স্থায়ী চাকরি, তিন শর্তে নিয়োগের ভাবনা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর। এবার ভাল কাজ করলে সরাসরি পুলিশে নিয়োগের বিষয়ে ভেবে দেখার কথা বললেন মুখ্যমন্ত্রী। যদিও এই পদ্ধতিতে সিভিকদের কনস্টেবল পদে নিয়োগ করা যায় কি না, সেটা স্বরাষ্ট্রদপ্তরকে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন থানায় অনেক কনস্টেবল পদ খালি রয়েছে। কারণ, অনেক কনস্টেবলের পদোন্নতি হয়েছে। আগামী দিনে আরও পদ খালি হবে। সেখানে দক্ষ সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা যায় কি না তা ভাবার জন্য স্বরাষ্ট্র দফতরকে পরামর্শ দিয়েছেন মমতা। তবে এ ক্ষেত্রে তিনটি শর্তের কথা বলা হয়।
প্রথমত, কাজের ক্ষেত্রে যোগ্য হয়ে উঠতে হবে। তাঁরা প্রতিটি কাজ দায়িত্বের সঙ্গে পালন করছেন কি না তার উপরেই হবে মূল্যায়ন। দ্বিতীয়ত, এই ব্যবস্থা কার্যকর হবে সেই জায়গাতেই যেখানে থানায় কনস্টেবল পদ খালি রয়েছে। তৃতীয়ত, সুযোগ তাঁরাই পাবেন যাঁদের নাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপারিশ করবেন। এই দায়িত্ব মূলত থাকবে জেলার পুলিশ সুপারের উপরে। তিনি নির্ভর করবেন যে থানা এলাকায় ওই সিভিক ভলান্টিয়ার কাজ করছেন সেখানকার ওসি এবং এসডিপিও-র রিপোর্টের উপরে।
সোমবার দুপুরে নবান্নে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সরকারি প্রকল্পের সুবিধা সব মানুষ পাচ্ছেন কি না, সেই ইস্যুতে এদিনের বৈঠকেই উষ্মাপ্রকাশ করেন তিনি। এরপরই প্রতিটি দপ্তরের জন্য আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গ্রিভান্স সেল-এ জমা পড়া অভিযোগ খতিয়ে দেখে শীঘ্র নিষ্পত্তিতে নজর দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে প্রতিটি দপ্তরের জন্য আলাদা আলাদা টাস্ক ফোর্স গঠন করার কথা বলেন। টাস্ক ফোর্সের মাথায় থাকবেন সেই দপ্তরের প্রধান সচিব। শুধু মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়া অভিযোগ নয়, শাসক দলের
‘দিদির দূত’ কর্মসূচিতে যেসব অভিযোগ জমা পড়েছে, তা দ্রুত নিষ্পত্তি করার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments