নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): শেয়ার বাজারে সস্ত্রীক অভিনেতা-সহ মোট ৩১টি সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করল SEBI। ইউটিউব চ্যানেলে শেয়ার সংক্রান্ত বিভ্রান্তিকর ভিডিও আপলোড করার পরই সেবি’র এই সিদ্ধান্ত। গত বছরের জুলাই মাসে সাধনা ব্রডকাস্ট লিমিটেড সম্পর্কে ভিডিও আপলোড করা হয় ‘দ্য অ্যাডভাইজার’ এবং ‘মানিওয়াইজ’ নামে দু’টি ইউটিউব চ্যানেলে। সেখানে দাবি করা হয়, এই শেয়ার কিনলে বিপুল লাভ পাবেন বিনিয়োগকারী। এছাড়া দাবি করা হয়, সাধনা ব্রডকাস্ট লিমিটেড আদানি গ্রুপের দখলে চলে যাচ্ছে। তার ফলে কোম্পানির মার্জিন বাড়বে। এই ইউটিউব ভিডিও বহু বিনিয়োগকারীকে প্রভাবিত করে। তার ফলে সাধনা ব্রডকাস্টের কর্মী, ঘনিষ্ঠ বিনিয়োগকারীরা বিপুল লাভ পান।
এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করলেন এই বলিউড তারকরা। এই নিয়ে এক টুইট করে আরশাদ ওয়ারসি লিখলেন, ‘আপনি খবরে যা পড়েছেন, অনুগ্রহ করে তা বিশ্বাস করবেন না। স্টক সম্পর্কে মারিয়া (আরশাদের স্ত্রী) এবং আমার জ্ঞান শূন্য। পরামর্শ নিয়ে আমরা বিনিয়োগ করেছিলাম এবং অন্য অনেকের মতোই আমাদের সমস্ত কষ্টার্জিত অর্থ হারিয়েছি আমরা।’সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ SEBI’র দাবি, আরশাদ ২৯.৩৪ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রী মারিয়া ৩৭.৫৬ লক্ষ টাকা মুনাফা ঘরে তোলেন। এরপরই সেবি অভিনেতা আরশাদ ওয়ারসি এবং তাঁর স্ত্রী মারিয়া, সংস্থার প্রতিষ্ঠাতা মালিক শ্রেয়া গুপ্তা, গৌরব গুপ্তা, সৌরভ গুপ্তা, পূজা আগরওয়াল, বরুণ মিডিয়া-সহ ৩১টি সংস্থাকে শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করা হল। যদিও SEBI’র অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আরশাদ ওয়ারসি।
এই খবর শুনে আরশাদের ফ্যানরা অনেকেই বলছেন নীরব মোদী যখন দেশবাসীকে চুনা লাগিয়ে চম্পট দিল, তখন তো কই অমিতাভ বচ্চনকে কেউ ধরল না। তিনিও তো ওর সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছিলেন। ওর ঝুটা হীরার প্রশংসা করেছিলেন।