Sunday, September 15, 2024
Homeরাজ্যভিনরাজ্যের আমলাদের নিয়ে কমিটি রাজ্যপালের, সমস্যা বাড়বে রাজ্য সরকারের?

ভিনরাজ্যের আমলাদের নিয়ে কমিটি রাজ্যপালের, সমস্যা বাড়বে রাজ্য সরকারের?

নিজস্ব প্রতিনিধি(রজত রায়): রাজ্যপালের আসনে সিভি আনন্দ বোস বসার পর থেকেই মিটেছে রাজ্য-রাজ্যপালের সংঘাত। তবে রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কাহিনী। এবার ফুলস্টপ পড়তে চলেছে রাজ্য-রাজ্যপালের সুসম্পর্কে।সূত্রের খবর, রাজ্যপাল ইতিমধ্যেই তিনটি কমিটি গঠন করেছেন। রাজ্য প্রশাসনের ওপর নজরদারি চালাতে এই কমিটি গঠন করা হচ্ছে কিনা, সেই প্রশ্নও উঠছে। জানা যাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই তিনটি কমিটি তৈরি হয়েছে। গভর্নরস অ্যাডভাইজরি কাউন্সিল, গভর্নরস রিসোর্স গ্রুপ ও গভর্নরস এক্সপার্ট কমিটি। কমিটির মাথায় থাকবেন ভিনরাজ্যের আমলারা। ইতিমধ্যে রাজভবনে সেই সব কমিটির অফিস ঘর তৈরি করার কাজ শুরু হয়েছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, রাজভবন সূত্রে খবর, ওই আমলাদের থাকা, খাওয়া, দেহরক্ষী, যাতায়াতের খরচ বহন করতে হবে রাজ্য সরকারকে।
রাজভবনের তরফে এই তিন কমিটির সদস্যদের নিয়োগপত্র দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, সেই সংক্রান্ত সব ফাইল নবান্নে পাঠানোর কথা নন্দিনী চক্রবর্তীকে বলেছিলেন রাজ্যপাল। কিন্তু তিনি নাকি সে ফাইল পাঠাননি। তারপর থেকেই বিরোধ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এই কমিটিগুলির পাশাপাশি রাজ্যপাল একটি গোল্ডেন গ্রুপ তৈরি করেছেন। তাতে প্রাক্তন সিবিআই কর্তা রাকেশ আস্তানা সহ মোট তিনজন সদস্য রয়েছেন বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments