*বাইজিদ মন্ডল মগরাহাট:-* ভুতুড়ে ভোটারদের নিয়ে সরব হওয়ার পর এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মগরাহাট পশ্চিম তৃনমূল কংগ্রেসের উদ্যোগে উস্থি কে সি পি এম ইনিস্টিটিউড এ আয়োজিত হলো তৃণমূল কংগ্রেস কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিন মগরাহাট পশ্চিম তৃণমূল কংগ্রেসের আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ভোটার তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার ইস্যু নিয়ে সরব হন এবং দলের কর্মীদের দ্রুত এই ভোটারদের চিহ্নিত করার নির্দেশ দেন। এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার,সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক জয়দেব হালদার, মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা,জেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান মোল্লা,জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি সর্দার সহ অন্যান্য নেতৃত্বরা।