নিজস্ব প্রতিনিধি(অর্পিতা): আজ ১৪ ই ফেব্রুয়ারির দিন, আজ সেই ভালোবাসার দিবস। মানুষ তার সঙ্গীদের হাতে হাত রেখে ভালোবাসা উদযাপন করছে, একে অপরকে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে সাথে থাকার পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এই ভালোবাসার দিনে এমন একটি খবর সামনে এলো যা আজকের দিনের সাথে ঠিক যায়না।
নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া সবুজ সংঘের বাসিন্দা অজিত চৌধুরী তার স্ত্রী ভ্যালেনটাইন ডে উপলক্ষে ১৫ হাজার টাকা চেয়েছে, কিন্তু সে দিতে অপারগ। কারণ তার কাছে তখন কত টাকা ছিল না। আর সেই কথা বলতেই স্বামীর ওপর চড়াও হয় স্ত্রী। বাড়িতে একেবারে দক্ষ যজ্ঞ বাধীয়ে দেয়।
এমনকি স্বামীকে কাঁচের গ্লাস ছুড়েও মারে স্ত্রী মামনি। সেই আঘাতেই মাথা ফেটে যায় সেই ব্যাক্তির। পরে অবশ্য সেই ব্যক্তিকে নিয়ে গিয়ে স্হানীয় হাসপাতালে ভর্তি করায় , মাথায় তার ৭ টা সেলাই পরেছে। পরবর্তীতে কিছুটা স্বাভাবিক হয়ে সেই ব্যাক্তি তার স্ত্রীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দীর্ঘ ৮ বছর থেকে তাদের বিয়ে হয়েছে তাদের ৭ বছরের একটি ছেলেও রয়েছে। স্বামী জানায় তার স্ত্রী ও তার শ্বশুর এর সাথে জড়িত রয়েছে। প্রতিবেশীদের মতামত নেওয়ার পর জানা যায়, সেই মহিলা তার স্বামীকে এর আগেও মারধর করেছে।
সেই ব্যক্তি তার স্ত্রী ও শ্বশুরের নামেও লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে এখানেই কাহিনী শেষ না, মাথায় কাঁচের গ্লাস ছুঁড়ে মারার পরেও ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ।