Sunday, September 15, 2024
Homeখবরমধ্যবিত্তের জন্য বড় ধাক্কা, ফের দুধের দাম বাড়াল আমূল

মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা, ফের দুধের দাম বাড়াল আমূল

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): কেটে আরও টান পড়তে চলেছে মধ্যবিত্তের। বাড়ল দুধের দাম। আমূল ব্র্যান্ডের দুধের দাম বাড়ল ৩ টাকা করে। শুক্রবারই গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন এই দুধের দামবৃদ্ধির ঘোষণা করেছে।

আজ থেকেই এই নয়া দাম কার্যকর হচ্ছে। গুজরাট ছাড়া বাকি সব রাজ্যেই নয়া দামেই দুধ কিনতে হবে সকল ক্রেতাদের। বর্তমানে ৫০০ মিলিলিটার আমূল তাজা মিলবে ২৭ টাকায়। ৫০০ মিলি আমূল কাউ মিল্কের দাম বেড়ে হল ২৮ টাকা। এবং ৫০০ মিলি আমূল এ২ বাফেলো মিল্ক এখন মিলবে ৩৫ টাকায়।

গত বছরের ২৬ নভেম্বর এক ধাক্কায় প্রতি লিটার দুধের দাম দুই টাকা বাড়িয়েছিল আমূল কর্তৃপক্ষ। তার মাত্র ৭০ দিন বাদেই ফের দুধের দাম বাড়ানোর পথে হাঁটল সংস্থাটি। উ‍ৎপাদন খরচ বেড়ে যাওযাতেই সাধারণ মানুষের কাছে অপরিহার্য দুধের দাম বাড়ানো হয়েছে। যদিও বাজার বিশেষজ্ঞদের মতে, মুনাফা লুটতেই দুধের দাম বাড়ানোর পথে হেঁটেছে দেশের অন্যতম দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উ‍ৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

আমূলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানান, গুজরাটে আমূল দুধের দাম বৃদ্ধি হচ্ছে না। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “গুজরাট ছাড়া দিল্লি, মুম্বই ও কলকাতার বাজারে আমরা প্রতি লিটার দুধের দাম বাড়িয়েছে ৩ টাকা। এখনও পর্যন্ত গুজরাটে দুধের দাম বাড়ানো হয়নি।” GCMMF-র মুম্বইয়ের অফিসের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল থেকেই এই নয়া দাম প্রযোজ্য় হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments