Tuesday, October 15, 2024
Homeদেশমহিলাদের বিরুদ্ধেও দায়ের হবে গণধর্ষণের মামলা, পর্যবেক্ষণ এলাহাবাদ হাই কোর্টের

মহিলাদের বিরুদ্ধেও দায়ের হবে গণধর্ষণের মামলা, পর্যবেক্ষণ এলাহাবাদ হাই কোর্টের

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): শুধু পুরুষদের বিরুদ্ধে নয়। গণধর্ষণের মামলা দায়ের হতে পারে মহিলাদের বিরুদ্ধেও। তাৎপর্যপূর্ণ রায় দিল এলাহাবাদ হাই কোর্ট।
এলাহাবাদ হাই কোর্টের পর্যবেক্ষণ, একজন মহিলা ধর্ষণ করতে পারে না ঠিকই, কিন্তু অন্য একদল পুরুষের সঙ্গে মিলে যদি কাজটি করে, অর্থাৎ গণধর্ষণে সাহায্য করে, তাহলে তার বিরুদ্ধে গণধর্ষণের মামলা হতে পারে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ এবং ৩৭৬(ই) ধারার ব্যাখ্যা দিতে গিয়ে এলাহাবাদ হাই কোর্টের একক বেঞ্চের বিচারপতি শেখরকুমার যাদব বলেন, কোনও মহিলা গণধর্ষণে সাহায্য করলেও তাঁকে অভিযুক্ত করা যেতে পারে।
ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী, কোনও মহিলার সঙ্গে জোর করে তাঁর অনুমতি ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপন করা আইনের চোখে জঘন্যতম অপরাধ। ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের পর সেই আইন আরও কড়া করা হয়। ভারতীয় দণ্ডবিধিতে যোগ করা হয় ৩৭৬ (ই) ধারা। এই ধারা অনুযায়ী, ধর্ষণের সাজা হিসাবে মৃত্যুদণ্ডও দেওয়া যেতে পারে। এই দুটি ধারার ব্যাখ্যা দিতে গিয়েই এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি এই মামলাগুলিতে মহিলাদের যুক্ত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন।
বিচারপতি শেখরকুমার যাদবের পর্যবেক্ষণ, গণধর্ষণ সংক্রান্ত যে ক’টা ধারা আছে, সবগুলিতেই মহিলাদের যুক্ত করা যেতে পারে। কারণ এই ধারাগুলিতে যেখানে যেখানে ‘গণধর্ষণে জড়িত ব্যক্তিদের’ কথা উল্লেখ করা আছে, সেখানে ‘ব্যক্তি’ বলতে সঙ্কীর্ণভাবে শুধু পুরুষদের কথা বলা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments