নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য একটি খুবই খারাপ খবর, কারণ জানা যাচ্ছে ২০২৩ সালের এপ্রিল থেকেই নাকি ভারতে শুরু হচ্ছে রিয়েল ডাইভিং ইমিশন আইন, আর তার কারণেই এই নিয়ম মানতে না পারায় ভারতে জনপ্রিয় কয়েকটি গাড়ির মডেল বন্ধ হয়ে যাচ্ছে ।নিয়মে বলা হয়েছে সেলফ ডায়াগন্সটিক ডিভাইস বসানো হবে গাড়িতে আর সেই সেন্সর গাড়ি চালানোর সময় ইমিশন লেভেল ডিটেক্ট করবে। আসলে গাড়ি কতটা NOx নির্গমণ করছে সেটা মাপতেই এই সেন্সর বসানো। কিন্তু এটা হয়ত পরিবেশ বান্ধব গড়ে তোলার জন্য ব্যবহার করা হলেও গ্রাহক ও কিছু সংস্থার জন্য একেবারেই ভালো খবর নয়।বিশেষ করে যাদের ডিজেল ইঞ্জিন চালিত গাড়ি তাদের জন্য খুবই খারাপ খবর। নতুন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে আসলে এই নিয়মের সাথে যেসমস্ত মডেল তাল মিলিয়ে চলতে পারবে না তাদের বিক্রি পাকাপাকি ভাবে বন্ধ করতে হবে।আর তার কারনেই যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে সবার আগে যার নাম সেটি হল Maruti Alto 800, Tata Altroz ডিজেল, Mahindra Marazzo, Honda City 4th Gen, Skoda Octavia, Toyota Innova Crysta,৮০০ সিসি Renault Kwid,Hyundai i20 Diesel সহ আরও বিভিন্ন মডেল।
তবে অবশ্য কোম্পানির ওয়েবসাইটে ও সব ডিলারশিপ থেকে নতুন অল্টো বিক্রি হচ্ছে। এখন কলকাতায় মারুতি অল্টো ৮০০ এর দাম ৩ লক্ষ ৩৯ হাজার টাকা। আর সি এন জি মডেলের টপ ভেরিয়েন্টের দাম ৫ লক্ষ ৩ হাজার টাকা দাম।