Wednesday, October 16, 2024
Homeরাজ্যমাধ্যমিক পরীক্ষায় এবছর ব্যাপক নিরাপত্তা, পর্ষদের দপ্তরে বসেই App-র সাহায্যে হবে নজরদারি

মাধ্যমিক পরীক্ষায় এবছর ব্যাপক নিরাপত্তা, পর্ষদের দপ্তরে বসেই App-র সাহায্যে হবে নজরদারি

নিজস্ব প্রতিনিধি(অর্পিতা):আমাদের দেশে আজকাল প্রায় অধিকাংশ বিষয়ই ডিজিটালই কাজ হচ্ছে। অনেক উন্নত হয়েছে এই দেশ তবে এই উন্নতির ভালো বিষয়টা লোকে না নিয়ে খারাপ বিষয়টা নিলেই মুস্কিল হয়ে যায়। এই যেমন পরীক্ষার হলে নানা রকম ভাবে কারচুপি হয়ে থাকে। কেউ কোনো ইলেকট্রিক ঘড়ি তে টুকলি করে আনছে আবার কেউ পেনের মধ্যে ভয়েস রেকর্ড। আর তাই এই বছরের আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ নিরপত্তার ব্যাবস্থা করা হচ্ছে।প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি বসানোর পাশাপাশি পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর হলেও কড়া পদক্ষেপ নেবে পর্ষদ এমনটাই জানা যাচ্ছে। আর তাই এরমধ্যেই পরীক্ষাকেন্দ্রগুলিকে এবং স্কুলগুলিকে চিঠি দিয়ে জানিয়েছে পর্ষদ। আর এ বার পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারির জন্য নয়া অ্যাপ নিয়ে আসছে পর্ষদ। মূলত পরীক্ষাকেন্দ্র গুলির উপর নজরদারি করা হবে এই অ্যাপের মাধ্যমে।তবে কীভাবে এই অ্যাপ-এর মাধ্যমে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিচালনা করা হবে, তার জন্য বিশেষ প্রশিক্ষণ দেবে মধ্যশিক্ষা পর্ষদ। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে এর মধ্যেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের একটি চিঠি দিয়েছে পর্ষদ। মূলত মধ্যশিক্ষা পর্ষদের দফতরে বসেই বিভিন্ন পরীক্ষাকেন্দ্রর উপর নজরদারি করা যাবে এই অ্যাপের মাধ্যমে।
এই নিয়ে মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা আঞ্চলিক আধিকারিক, জেলার আহ্বায়ক, সেন্টার সেক্রেটারি, এবং ভেনু সুপারভাইজারদের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই অ্যাপটির বিষয়ে বিস্তারিত বোঝানো হবে এই চার ধরনের আধিকারিকদের। আর হাতে কলমে শেখানো হবে ১৭ – ১৯ ফেব্রুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments