Wednesday, November 12, 2025
Homeখবরমালদায় অতুলচন্দ্র কুমার মার্কেটের সুবর্ণজয়ন্তী উৎসব, পেল “মালদা শারদ সম্মান”

মালদায় অতুলচন্দ্র কুমার মার্কেটের সুবর্ণজয়ন্তী উৎসব, পেল “মালদা শারদ সম্মান”

নিজস্ব প্রতিনিধি শম্পা ঘোষ, মালদা :অতুলচন্দ্র কুমার মার্কেটের সুবর্ণজয়ন্তী বর্ষে শারদ উৎসবের আবহে জমজমাট উৎসব মালদায়। ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনে মুখরিত ছিল গোটা মার্কেট প্রাঙ্গণ। বঙ্গবীর স্বাধীনতা সংগ্রামী অতুলচন্দ্র কুমারের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে তাঁর আবক্ষ মূর্তির উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় উদযাপন।

ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পরিচালিত হয় একাধিক সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ— দেবাশীষ দেব শর্মার তত্ত্বাবধানে বসে আঁকো প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের বস্ত্র প্রদান, বৃদ্ধাশ্রমের প্রবীণদের মধ্যাহ্নভোজন এবং প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সমস্ত কর্মসূচিকে সফল করতে মার্কেটের সম্পাদক অমর ঘোষ, সহ-সভাপতি নন্দন কুমার দাস সহ অন্যান্য সদস্যরা বিশেষ উদ্যোগ ও আন্তরিকতা দেখিয়েছেন।

উৎসবের দশম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ও ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, উপ পৌরপ্রধান সুমনা, মালদা জেলা সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি ও সম্পাদক, ইংরেজবাজার মিউনিসিপ্যালিটি মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি-সম্পাদকসহ বহু কাউন্সিলর।

গতকাল মালদা টাউন হলের মঞ্চে অতুলচন্দ্র কুমার মার্কেট ব্যবসায়ী সমিতি’কে “মালদা শারদ সম্মান” প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে সম্মান গ্রহণ করেন সম্পাদক অমর ঘোষ ও উপদেষ্টা কানাইলাল।

মালদার ব্যবসায়ী মহলে এই সুবর্ণজয়ন্তী উৎসব ও সম্মাননা উদযাপন নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments