Tuesday, April 29, 2025
Homeখবরমা তাঁরা শপিং প্লাটফর্ম বাই দীপঙ্কর পুষ্পিতা’ চৈত্র চৈতালি,প্রদর্শনী কাম এক্সিবিশন আয়োজন...

মা তাঁরা শপিং প্লাটফর্ম বাই দীপঙ্কর পুষ্পিতা’ চৈত্র চৈতালি,প্রদর্শনী কাম এক্সিবিশন আয়োজন করলো।

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ :বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সামনেই বাংলা ক্যালেন্ডারে নববর্ষের সূচনা হবে।নতুন বছর শুরু হবে নতুন পোশাকে, আর তাই তো নববর্ষের ঠিক আগেই কেনাকাটায় মেতে ওঠে বাঙালিরা, সাথে থাকে চৈত্র মাসের দারুন অফার।বাগুইআটি আশ্বানিনগর বন্ধুমহল ক্লাব প্রাঙ্গনে, এখানে ২০ই মার্চ থেকে শুরু হল পুষ্পিতা প্রেসেন্ট বিগ অফলাইন কাম সেল, চলবে ২৪শে মার্চ প্রযন্ত।দুপুর ৩ টে থেকেই প্রবেশ করতে পারবেন চলবে রাত ১০ টা প্রযন্ত। এই প্রদর্শনীতে উঠে এলো চৈত্রর অফার। রয়েছে লাইফস্টাইল প্রোডাক্ট, হ্যান্ডমেড জুয়েলারি, শাড়ি, কুর্তি,পাঞ্জাবি, ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস, এছাড়াও নানান রকম পোষক নিয়ে হাজির সবাই।
কেনাকাটা থাকবে খাবার থাকবে না তাই কি হয়,নির্ভেজাল রকমারি খাবার সব আছে খাবার আছে।বিভিন্ন ভাজাভুজি,কাবাব,ফিশ কচুরি, মোমো, চিকেন পকোড়া,হাতে বানানো আচার, পাঁপড় বিভিন্ন মিষ্টি থেকে শুরু করে হাতে ,হাতে বানানো বড়ি, আরো রকমারি জিভে জল আনা সব খাবার।৫০০ বা তার বেশি টাকার কেনাকাটার সাথে সাথে উপহারও থাকছে।এডমিন প্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা কেনাকাটার উপরে পেয়ে যাবেন উপহার।
এই এক্সিবিশন আয়োজন করেছেন ‘মা তাঁরা শপিং প্লাটফর্ম বাই দীপঙ্কর পুষ্পিতা’ এই পেজে বিভিন্ন সময়ে অফলাইন প্রদর্শনী করে থাকে এছাড়াও মাসের মধ্যে কয়েকবার মেয়েদের দ্বারা হস্তশিল্প মেলা পরিচালনা করেন।
‘চৈত্র চৈতালি’ আয়োজন করেছেন মা তাঁরা শপিং প্লাটফর্ম বাই দীপঙ্কর পুষ্পিতা’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments