Monday, March 24, 2025
Homeখবর'মা তাঁরা শপিং প্লাটফর্ম বাই দীপঙ্কর পুষ্পিতা' 'সুভাষ মেলা' প্রদর্শনী কাম এক্সিবিশন...

‘মা তাঁরা শপিং প্লাটফর্ম বাই দীপঙ্কর পুষ্পিতা’ ‘সুভাষ মেলা’ প্রদর্শনী কাম এক্সিবিশন আয়োজন করলো।

নিজস্ব সংবাদদাতা সম্পা ঘোষ : সুভাষ চন্দ্র বোসের জন্মদিন ২৩শে জানুয়ারি থেকে শুরু হলো ‘সুভাষমেলা ‘শ্যামনগর সংলগ্ন দাসভিলা কিশালয় পার্কে এক্সিবিশন মেলা প্রদর্শনী শুরু হলো। চলবে ২৭শে জানুয়ারি প্রযন্ত।২৭নং ওয়ার্ডের পৌরপিতা সত্যব্রত সাঁতরার হাত ধরে উদ্বোধন হলো ‘সুভাষ মেলা’ প্রতিদিন দুপুর ৩ টে থেকেই প্রবেশ করতে পারবেন চলবে রাত ১০ টা প্রযন্ত। এই প্রদর্শনীতে উঠে এলো এক টুকরো সোনাঝুরির হাঁট। রয়েছে লাইফস্টাইল প্রোডাক্ট, হ্যান্ডমেড জুয়েলারি, শাড়ি, কুর্তি,পাঞ্জাবি,নানান রকম পোষক নিয়ে হাজির সবাই।
এছাড়াও যেগুলো আমরা স্বাভাবিক ভাবে পাই তেমন তো খাবার আছেই তারপরেও কিছু ইউনিক খাবার আছে নবদ্বীপের লাল দই, বিভিন্ন মিষ্টি থেকে শুরু করে হাতে বানানো চকলেট, বিস্কুট,হাতে বানানো বড়ি, আরো রকমারি জিভে জল আনা সব খাবার।কেনাকাটার সাথে সাথে উপহারও থাকছে।এডমিন প্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা কেনাকাটার উপরে পেয়ে যাবেন উপহার।
এই প্রদর্শনী কাম এক্সিবিশন আয়োজন করেছেন ‘মা তাঁরা শপিং প্লাটফর্ম বাই দীপঙ্কর পুষ্পিতা’ এই পেজে বিভিন্ন সময়ে অফলাইন প্রদর্শনী করে থাকে এছাড়াও মাসের মধ্যে কয়েকবার মেয়েদের দ্বারা হস্তশিল্প মেলা পরিচালনা করেন।
‘সুভাষ মেলা’ আয়োজন করেছেন মা তাঁরা শপিং প্লাটফর্ম বাই দীপঙ্কর পুষ্পিতা’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments