নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার)প্রথমবার মেঘালয় বিধানসভা নির্বাচনে লড়ছে তৃণমূল কংগ্রেস। মুকুল সাংমার নেতৃত্বে এই প্রথম মেঘালয়ের বিধানসভা ভোটে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। তাঁরা ৫৬টি আসনে প্রার্থী দিয়েছে। মুকুলের হাত ধরে সে রাজ্যে ক্ষমতা দখলের লক্ষ্যে দু’বার প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে থেকে প্রার্থীদের হয়ে প্রচার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্য মেঘালয় ও নাগাল্যান্ডে শুরু হয়েছে ভোটগ্রহণ। মেঘালয়ে কনরাড সাংমার নেতৃত্বাধীন দল এনপিপি লড়াই করছে ৫৭টি আসনে। আর বিজেপি ৬০টি আসনে প্রার্থী দিয়েছে। ভিনসেন্ট পালার নেতৃত্বে কংগ্রেসও ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে। স্থানীয় ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিআই)আবার ৪৬টি আসনে প্রার্থী দিয়েছে। মুকুল সাংমার নেতৃত্বে এই প্রথম মেঘালয়ের বিধানসভা ভোটে অংশ নিয়ে ৫৬টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল।
১৯৭২ সাল থেকে মেঘালয়ে বিধানসভা নির্বাচনে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মেঘালয়ে। সেখানে সরকার গঠনের বিষয়ে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মুকুল সাংমার নেতৃত্বে সেখানে বাকি দলগুলিকে টেক্কা দিতে চায় তৃণমূল। তাই জাতীয় রাজনীতির নিরিখে মেঘালয়ের নির্বাচন বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এবার মেঘালয়ে বিরোধী ভোটে থাবা বসাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই আবহে কংগ্রেসের কপাল পুড়তে পারে। তার কিছুটা আঁচ করতে পেরেই মেঘালয়ে নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছিলেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। প্রসঙ্গত, কংগ্রেস ভাঙিয়েই এই রাজ্যে প্রধান বিরোধী দল হয়ে উঠেছিল তৃণমূল। এনপিপি নেতা তথা বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে এবার তৃণমূলের মুকুল সাংমার চ্যালেঞ্জ সামলাতে হবে। যে
চ্যালেঞ্জ সামলাতে হবে। যে দু’জনই গারো পাহাড়ের নেতা। ফলে দুই সাংমার লড়াইটা হাড্ডাহাড্ডি হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। মুকুল সাংমার জয় নিয়ে যথেষ্টই আশাবাদী তৃণমূল।
এদিকে মেঘালয়ে হারানো জমি পুনরুদ্ধার করতে চাইছে কংগ্রেস। ২০১৮ সালের ভোটে একক বৃহত্তম দলের তকমা পাওয়ার চার বছরের মধ্যে ২১ বিধায়ককে হারিয়েছে হাত শিবির। অন্যদিকে মেঘালয়ে ‘খ্রিস্টান-বিরোধী’ তকমা মুছে ফেলে যথা সম্ভব আসন জেতাই এবারের নির্বাচনের লক্ষ্য বিজেপির। এর আগে ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট হয়েছিল এনপিপির। তবে এবার আর জোট হয়নি দুই দলের। এককভাবে ৫৭ টি আসনে লড়াই করছে এনপিপি। সব আসনেই লড়াই করছে বিজেপি এবং কংগ্রেস।
মেঘালয় বিধানসভা নির্বাচনে মোট আসন সংখ্যা ৬০। ভোটগ্রহন চলছে ৫৯ টি আসনে। সোহিয়ং কেন্দ্রের এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট হচ্ছে না। মেঘালয়ে বুথের সংখ্যা ৩৪১৯টি। তার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৬৪০টি এবং অতি স্পর্শকাতর বুথের সংখ্যা ৩২৩টি। ৩৬৯ জন প্রার্থীর মধ্যে ৩৬ জন মহিলা। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরুর আগে মক পোল হয় মেঘালয়ে। সপ্তাহের প্রথম দিনে সকাল সকাল ভোট দিতে বিভিন্ন বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে।