রিপন হাসান মেহেরপুর :
দেশব্যাপী বিএনপি – জামায়াতের পদযাত্রা কর্মসূচির নামে নৈরাজ্য সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে। শান্তিপূর্ণ মহাসমাবেশ করেছেন আজ বিকেল ৪টাই মেহেরপুর জেলা আওয়ামী লীগ। ২৫ ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় ডাঃ শহীদ শামসুদ জোহা পার্কে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি এই সমবেশে প্রধান অতিথি ছিলেন। এই সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড, ইব্রাহীম শাহীন, প্রচার সম্পাদক শ্বাস্বত নিপন্ন, সদর থান আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নু,পিরিজপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল সামাদ বাবলু বিশ্বাস সহ সকল প্রযার্যের নেতা।
জেলা আওয়ামী লীগের সভাপতির বক্তব্যে বলেন, বি এন পির আমলে হরতাল অপরোধ সহ পেট্রোল বোমা দিয়ে মানুষকে পুড়িয়ে মারার ধ্বংসযজ্ঞ জনগন দেখেছে। তাই বিএনপি এখন জনগণ থেকে বিচ্ছিন্ন। বক্তা আরো বলেন। ২০০৫ সালের সিরিজ বোমা হামলা। ২০০৫ সালে ৬৪ জেলায় জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) বোমা বিস্ফোরণ ঘটায়। বিএনপি সরকার আর জনগণ দেখতে চাই না। ২০০৪ সালে ২১শে আগস্ট জননেত্রী শেখ হাসিনার উপর হামলা গ্রানেট হামলা একথা জনগন এখনো ভুলেনি। মন্ত্রী আরো বলেন বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল প্রতি দিন বাংলাদেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আবারো ষড়যন্ত্রের করছে বি এন পি আবারো ক্ষমতায় আসতে চাচ্ছে বিএনপি। এই অপরাজনীতি বিরূদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।