Tuesday, October 15, 2024
Homeরাজনৈতিকমোদী বিরোধী পোস্টারে ছয়লাপ দিল্লি! দায়ের ১০০ FIR, গ্রেপ্তার ৬

মোদী বিরোধী পোস্টারে ছয়লাপ দিল্লি! দায়ের ১০০ FIR, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিনিধি(সতীশ কুমার): মোদীবিরোধী পোস্টারে ছয়লাপ রাজধানী দিল্লির বিভিন্ন এলাকা। যার জেরে ১০০ জনের বিরুদ্ধে এফআইআর করল দিল্লি পুলিশ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ছয় অভিযুক্তকে। উদ্ধার হয়েছে ২ হাজারেরও বেশি আপত্তিকর পোস্টার।
ঠিক কী লেখা ছিল পোস্টারগুলিতে? দিল্লি পুলিশ জানিয়েছে, শহরের অলিগলিতে নানা ‘আপত্তিকর পোস্টার’ সেঁটে দেওয়া হয়েছিল। সেগুলির মধ্যে অধিকাংশেই ছিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য। ‘‘মোদী হঠাও দেশ বাঁচাও’’-এর মতো বাক্য লেখা ছিল ওই পোস্টারগুলিতে। তাই সেগুলি সরিয়ে দেওয়া হয়েছে।
তদন্তে নেমে অন্তত ১০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। স্পেশ্যাল সিপি দীপেন্দ্র পাঠক জানান, আম আদমি পার্টির অফিসে যাওয়ার পথে একটি ভ্যানকে আটকানো হয়। সেখান থেকে অন্তত ২ হাজার পোস্টার উদ্ধার করা হয়। ভ্যান চালকের দাবি, তাঁকে আপ অফিসে পোস্টারগুলি পৌঁছে দিতে বলা হয়েছিল। এর থেকেই পুলিশের প্রাথমিক অনুমান, পোস্টার ছড়ানোর নেপথ্যে কেজরি সরকারের মদত থাকতে পারে। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেনি আপ।
দীপেন্দ্র পাঠক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, পোস্টারের ঘটনায় প্রিন্টিং প্রেস অ্যাক্ট এবং সম্পত্তির ক্ষতিসাধন বিরোধী আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। খবর পাওয়া মাত্র তদন্তে নেমেছে পুলিশ। তবে কে বা কারা এই পোস্টারগুলি ছাপিয়েছেন এবং শহরের বিভিন্ন দেওয়ালে সেঁটে দিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন অভিযুক্তকে নিজেদের জালে পেয়েছে দিল্লি পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে প্রিন্টিং প্রেসের মালিককেও। যিনি জানিয়েছেন, তাঁর কাছে ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ লেখা ৫০ হাজার পোস্টারের অর্ডার এসেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments